সাম্প্রদায়িক সম্প্রীতিতে নাকি বাংলাদেশই সেরা ! দাবি ওপার বাংলার স্বরাষ্ট্র উপদেষ্টার

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে মুখ পুড়েছে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের। যদিও বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরীর দাবি, সাম্প্রদায়িক সম্প্রীতিতে নাকি বাংলাদেশই সেরা।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

তাঁর বক্তব্য, ‘ওপার বাংলায় বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে যেরকম সম্প্রীতি দেখা যায়, তা আর কোথাও নেই।’ ব্রহ্মপুত্র নদের ধারে নারায়ণগঞ্জে শনিবার থেকে লাঙ্গলবন্দ স্নানোৎসব শুরু হয়েছে। বহু পুণ্যার্থী এসেছেন সেই উপলক্ষ্যে। গতকাল উৎসব পরিদর্শনে গিয়ে ওই মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

জাহাঙ্গির বলেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‌্যাব, সীমান্তরক্ষী বাহিনী, সেনাবাহিনী ও উপকূলরক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে। সড়ক ও নদীপথে পুণ্যার্থীরা যাতায়াত করছেন।’

তাঁর সংযোজন, ‘বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ- সকলে এখানে মিলেমিশে থাকেন, একসঙ্গে কাজ করেন। এখানকার মতো সাম্প্রদায়িক সম্প্রীতি আর কোথাও নেই।’ লাঙ্গলবন্দ স্নানোৎসব উদযাপন কমিটির হিসেব অনুযায়ী, এবছর স্নানোৎসবে ১০ লক্ষ পুণ্যার্থী জমা হয়েছেন। রবিবার গভীর রাত পর্যন্ত উৎসব চলবে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন