সারাজীবনের জন্য বিনামূল্যে ট্রেন ভ্রমণের সুযোগ পেল একটি বেড়াল, কিন্তু কেন ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- একটি বেড়াল পেল বিশেষ কার্ড। ট্রেনে ভ্রমণের কার্ড। যে সে কার্ড নয়! এই কার্ডের ভরসায় সে যতদিন বাঁচবে ততদিন ট্রেনে বিনামূল্যে ভ্রমণ করতে পারবে। কোনও খরচ করতে হবেনা। যতবার ইচ্ছে যেখানে খুশি যেতে পারবে ট্রেনে।

কিন্তু সে বেড়াল এমন কি করল যার জন্য রেল কর্তৃপক্ষ এতটা দরাজ হল তার জন্য? বেড়ালটি কিন্তু তেমন কিছুই করেনি। কেবল একা ভ্রমণ করার সাহসটা দেখিয়েছিল। ২৭ কিলোমিটার পথ সে একাই ট্রেনে ভ্রমণ করে।

একটি ট্রেনে সে ব্রিটেনের ওয়েব্রিজ স্টেশন থেকে লন্ডনের ওয়াটারলু স্টেশন পর্যন্ত একা ভ্রমণ করে। যা রেল কর্তৃপক্ষের নজর এড়ায়নি। পরে ২ বছর বয়সী টিলি নামে বেড়ালটিকে বাড়ি ফিরিয়ে আনেন তার মালিক।

আরও পড়ুন:- আনন্দধারা প্রকল্পের অধীনে প্রচুর মহিলা কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতিসহ বিস্তারিত দেখে নিন

যে রেলপথে টিলি একা ভ্রমণ করেছিল সেই লাইনের দায়িত্ব সামলাচ্ছে ব্রিটেনের সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে। তারা ওই বেড়ালের সাহসিকতা দেখে মুগ্ধ। বেড়ালটি যাতে আগামী দিনে বিনা খরচে ট্রেনে যথা ইচ্ছা তথা ভ্রমণের সুযোগ পায় তার ব্যবস্থা তাকে উপহার হিসাবে দিয়েছে রেল কর্তৃপক্ষ।

টিলিকে একটি বিশেষ কার্ড ইস্যু করেছে তারা। ফলে আগামী দিনে ব্রিটেনের সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের আওতায় থাকা এলাকায় যেখানে খুশি টিলি ট্রেনে বিনা খরচে ভ্রমণ করতে পারবে।

তাও যতবার খুশি। যে কার্ডটি ইস্যু করা হয়েছে টিলিকে তাতে তার নামও লেখা রয়েছে। টিলির এই বিরল প্রাপ্তির খবর সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

আরও পড়ুন:- ট্যাংরা-কাণ্ডে নাবালকের দায়িত্ব নিতে নারাজ আত্মীয়রা। চিন্তায় লালবাজার

আরও পড়ুন:- সুগার থাকলে অবশ্যই খান এই ৫ ফল, খুব উপকার পাবেন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন