সারাদেশে শুরু হবে SIR !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

কবে থেকে শুরু হবে এসআইআর তা নিয়ে বহুদিন ধরেই নানা মহল থেকে নানা প্রশ্ন সামনে উঠে আসছিল। নির্বাচন কমিশনের সূত্রে খবর, আগামী অক্টোবর মাস থেকে সারা দেশে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া শুরু হতে চলেছে। বুধবার অনুষ্ঠিত এক বৈঠকে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচন কর্মকর্তাদের (CEO) সঙ্গে প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানেই এই উদ্যোগকে সবুজ সংকেত দেওয়া হয়েছে।

সম্প্রতি বিহার বিধানসভা নির্বাচনের আগে কমিশন একই ধরনের ভোটার তালিকা সংশোধন চালিয়েছিল। এবার সেই প্রক্রিয়াটিকেই বিস্তৃত করে গোটা দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের দাবি, বিহার নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার আগেই এই বিশেষ সংশোধনের ঘোষণা আসতে পারে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন