Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আগামী 20 এপ্রিল সিপিআইএমের চারটি গণসংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশ রয়েছে ৷ সারা ভারত কৃষক সভা, সারা ভারত ক্ষেতমজুর সংগঠন, পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি ও সিআইটিইউ বা সিটুর ডাকে এই ব্রিগেড ৷ তবে, এপ্রিল মাসের তীব্র দাবদাহ ৷ আর তারই মধ্যে এই ব্রিগেড সমাবেশ ৷
কিন্তু, কলকাতায় ব্রিগেড সমাবেশ মানেই খোলা মঞ্চে নেতাদের ভাষণ ও খোলা আকাশের নিচে রোদ-জল মাথায় নিয়ে রাজনৈতিক দলের কর্মীদের ভাষণ শোনা ৷ কিন্তু, এপ্রিলেই প্রায় 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ভাবাচ্ছে আয়োজকদের ৷ তাই চাঁদিফাটা এই রোদ থেকে সমর্থকদের রেহাই দিতে গ্রাম্য সমাধান আনল সারা ভারত কৃষক সভা ৷ এক লক্ষ গামছার বায়না দিয়েছে তারা ৷ চাহিদা বুঝে বরাতের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে ৷
গত লোকসভা নির্বাচনের আগে বামেদের ব্রিগেড সমাবেশ ৷ (ছবি- সিপিআইএম)
উল্লেখ্য, রোদ-জলে চাষাবাদ করা কৃষকদের মাথায় বাঁধা থাকে গামছা ৷ সেটিই তাঁদের রোদ থেকে বাঁচার ছায়া ৷ তাই গ্রীষ্মে ব্রিগেড সমাবেশে কৃষকদের মাথাতেও বাঁধা থাকবে গামছা ৷ মাথায় গামছা বেঁধেই মহানগরের রাজপথে মিছিল করে ব্রিগেড যাবেন বিভিন্ন জেলার কৃষক ও ক্ষেতমজুররা ৷
অন্যদিকে, তেলেঙ্গানা, অন্ধ্র বা তামিলনাড়ুতে বাম সংগঠনের শ্রমিকদের আন্দোলনে দেখা যায় প্রত্যেকের মাথায় লাল টুপি ৷ এবার সেইরকমই লাল টুপি মাথায় ব্রিগেডের সভায় অংশ নেবে সিটুর সদস্যরা ৷ তবে পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি, তারা সংগঠনের তরফে ব্রিগেডে যাওয়া কর্মী-সমর্থকদের কী দেবেন ৷
প্রচার চলছে জোর কদমে ৷ মাঠ ভরাতে আয়োজন বিরাট ৷ যেমন নিবিড় জনসংযোগ, তেমন প্রস্তুতিও চলছে জোরদার ৷ সিপিএমের গণসংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশে বর্তমান পরিস্থিতিতে লোক জমায়েত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ৷ তাই কোনও খামতি রাখতে চাইছে না আয়োজক সংগঠনগুলি ৷
প্রতিবারের মতোই উত্তরবঙ্গের জেলাগুলি থেকে লোকজন আসবে আগের দিন ৷ সেই সংখ্যাটা নেহাত কম হবে না ৷ লক্ষাধিক লোক চলে আসবে বলে মনে করা হচ্ছে ৷ তাদের রাখার জন্য নেতাজি ইন্ডোর ও ইডেন গার্ডেন্সের বেসমেন্ট চেয়ে সরকার ও সিএবি-কে চিঠি দিয়েছে আয়োজকরা ৷ যদি এই আবেদনে সাড়া না-দেওয়া হয়, সেক্ষেত্রে বিকল্প হিসেবে মেট্রো চ্যানেলের পিছনের রাস্তা ও রামলীলা ময়দান চেয়ে ইতিমধ্যেই কলকাতা পুরনিগমকে চিঠি দিয়েছে আয়োজকরা ৷
এক্ষেত্রে উল্লেখ্য, এই মুহূর্তে আইপিএল চলছে ৷ আর ইডেন গার্ডেন্স এই আইপিএল মরশুমে ভাড়া নেয় কলকাতা নাইট রাইডার্স ফ্র্যা৷ঞ্চাইজি ৷ এমনকি ব্রিগেড সমাবেশের পরেরদিন 21 এপ্রিল শহরে কেকেআর বনাম গুজরাট টাইটান্সের ম্যাচ রয়েছে ৷ ফলে ইডেনের বেসমেন্ট ভাড়া পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই বলা চলে ৷
যখন ব্রিগেড সফল করতে এত আয়োজন, তখন সভাস্থলের মঞ্চ কীভাবে বাদ যায় ৷ এবার নজিরবিহীন ভাবে দক্ষিণী কায়দায় মঞ্চ তৈরি হবে ব্রিগেড সমাবেশে ৷ ত্রিস্তর মঞ্চ তৈরি হবে ৷ পুরো মঞ্চটি হবে 48 ফুট চওড়া ও 28 ফুট লম্বা ৷ সেটিকে তিনটি স্তরে ভাগ করা হবে ৷ যার একেবারে সামনের অংশটি হবে 12 ফুট লম্বা ৷ তার পিছনে 8 ইঞ্চি উচ্চতায় আরেকটি মঞ্চ 8 ফুট লম্বা ৷ একইভাবে তৃতীয় ধাপে 8 ইঞ্চি উচ্চতার আরেকটি 8 ফুট লম্বা মঞ্চ তৈরি করা হবে ৷ আর মঞ্চের সামনে 8 ফুট লম্বা ও 8 ফুট চওড়া একটি অংশ তৈরি হচ্ছে ৷ সেখানে দাঁড়িয়ে বক্তারা ভাষণ দেবেন ৷
ব্রিগেড সমাবেশে গামছা মাথায় যোগদান ভারত কৃষক সভার সদস্যদের ৷ (ছবি- সিপিআইএম)
যেসব পথে মিছিল আসবে ব্রিগেডে সেখানে সিপিএমের ছাত্র, যুব ও মহিলা সংগঠনের তরফে একাধিক মেডিক্যাল ক্যাম্প ও জলের প্যাকেট বিতরণের ব্যবস্থা থাকছে ৷ এই প্রসঙ্গে আয়োজনের দায়িত্বে থাকা এক নেতৃত্ব বলেন, “আমাদের কোনোদিনই সভাস্থল ঢাকা বা মঞ্চ ঢাকার চল নেই রাজ্যে ৷ তবে, বছর কয়েক যাবত ভয়ংকর রোদ, গরম ৷ তাই গামছা ও টুপির ব্যবস্থা ৷ এমনই মাঠে যেসব কৃষক, ক্ষেতমজুর কাজ করেন তাঁরা মাথায় গামছা দেন ৷ এখানে তাঁরা গামছা মাথায় বেঁধে মিছিল করে ব্রিগেড সভায় যাবেন ৷ একই ভাবে সুভাষ চক্রবর্তী যে টুপি পরতেন, সেই হ্যাট লাল রঙের সিটু কর্মী সমর্থকরা মাথায় দেবেন ৷ যাতে রোদ-গরমে মাথাটুকু রক্ষা করা যায় ৷
আরও পড়ুন:- বদলে যাচ্ছে UPI পেমেন্টে টাকা লেনদেনের পদ্ধতি, বিস্তারিত জেনে নিন