Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সার্জিক্যাল স্ট্রাইকের ছক করছে ভারত ! পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশির দাবি, কৃষক আন্দোলন নিয়ে বর্তমানে চাপে রয়েছে ভারতের মোদী সরকার। তাই দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলি থেকে নজর ঘোরাতেই সীমান্ত পেরিয়ে ফের সার্জিক্যাল স্ট্রাইকের ছক কষছে তারা। শুক্রবার সৌদি আরবের আবু ধাবিতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। তবে তার এই রকম আল পটকা মন্তব্যে আমল দিতে নারাজ ভারতের বিদেশ মন্ত্রক। তাই এই দাবি খারিজ করা হয়েছে।
প্রসঙ্গত কয়েকদিন আগেই ভারত সীমান্ত পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। তাঁর দাবি ছিল, করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে ভারত। ফলে দেশে অর্থনীতিতেও ব্যাপক প্রভাব পড়েছে। তাই নজর ঘোরাতে এমনই পদক্ষেপ। তবে সেই দিনও তাই এই দাবি খারিজ করা হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে। আসল কথা হলো দুর্বিক্ষের সামনে দাঁড়িয়ে থাকা পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে ভারতকে চাপে ফেলতে না পেরে এই রকম বক্তব্য রাখছে।
আরো পড়ুন :- দেশ চলেছে ভুল পথে , চাপে দিশেহারা ইমরান !
উলেখ্য নিজের দেশেই কোন ঠাসা ইমরান সরকার। সেনার সাথে ইমরানের সম্পর্ক একদম ভালো নেই। তাই ভারত বিরোধী বক্তব্য দিয়ে নজর ঘোরাতে চাইছেন তারা। তবে সীমানাতে জঙ্গি কার্য্যকলাপ রুখতে সদা তৎপর ভারতীয় সেনার জওয়ানরা।
Highlights
1. সার্জিক্যাল স্ট্রাইকের ছক করছে ভারত !
2. তবে সীমানাতে জঙ্গি কার্য্যকলাপ রুখতে সদা তৎপর ভারতীয় সেনার জওয়ানরা
#India #Pak