সার্ভার বসে গিয়ে বিপত্তি ! ১ ঘণ্টা Google বিভ্রাট

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সার্ভার বসে গিয়ে বিপত্তি ! সারা বিশ্বজুড়ে প্রায় ১ ঘণ্টার বেশি সময় ব্যাহত থাকে Google-এর সার্ভিস। সারা বিশ্বের লক্ষাধিক গ্রাহক Gmail থেকে শুরু করে YouTube, Google search কোনও কিছুরই অ্যাকসেস করতে পারছিলেন না। তার পর আবার কামব্যাক করে Google। সব কর্পোরেট অফিস থেকে শুরু করে ছাত্র-ছাত্রীরা ও বিভিন্ন মাধ্যমের Google ইউজারেরা অসুবিধার সামনে পরে বিপুল ক্ষোভ প্রকাশ করেছেন।

প্রসঙ্গত কমপক্ষে 54% ইউজার এদিন জানিয়েছেন ১ ঘণ্টারও বেশি সময় ধরে YouTube অ্যাকসেস করতে পারেননি। 42% ইউজার বলেছেন তাঁরা YouTube থেকে কোনও ভিডিয়োই দেখতে পাচ্ছিলেন না। 3% YouTube ইউজার লগ ইন করতে পারছিলেন না। অন্যদিকে 75% Gmail ইউজার লগইন করতে পারেননি, 15%-এর বেশি ওয়েবসাইটের ঢুকতে পারেননি এবং 8% কোনও ইমেল পাচ্ছিলেন না বা পাঠাতে পাচ্ছিলেন না। Downdetector দেখাচ্ছে তাঁদের কাছে 9000-এর বেশি অভিযোগ জমা পড়েছিল।

আরো পড়ুন :আগামী বছর আসছে JIO 5G ! ঘোষণা মুকেশ আম্বানির

গুগল সূত্রে খবর, তাদের গ্লোবাল সার্ভার ক্র্যাশ করার ফলে সব পরিষেবা গুলো স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু গুগলের অন্যান্য পরিষেবা কাজ না করলেও সার্চ ইঞ্জিন কিছুটা কাজ করছিল।  Google Drive, Hangouts, Meet, Play এবং Duo-সহ আরও বেশ কিছু সার্ভিস বেশ কিছু সময় বিপর্যস্ত ছিল। যা আবার সন্ধ্যা ৬টা নাগাদ ধীরে ধারে তা স্বাভাবিক হয়। এই নিয়ে গুগল তাদের এই সমস্যার বিষয় খতিয়ে দেখছে।

Highlights

1. সার্ভার বসে গিয়ে বিপত্তি !

2. Google Drive, Hangouts, Meet, Play এবং Duo-সহ আরও বেশ কিছু সার্ভিস বেশ কিছু সময় বিপর্যস্ত ছিল

#Google #Server

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন