Bangla News Dunia, Pallab : পহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গিদের সাহায্য করার অভিযোগে দুই কাশ্মীরি তরুণকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তারির ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের কুলগাম এলাকায়। সূত্রের খবর, ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজও উদ্ধার হয়েছে। ধৃতদের নাম বিলাল আহমেদ ভাট এবং মহম্মদ ইসমাইল ভাট। উভয়েই কাশ্মীরের কুলগাম জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।
আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?
পুলিশ সূত্রের খবর, এদিন কুলগামের কাইমো শহরের ঠোকেরপোরা এলাকায় একটি চেকপয়েন্টে ওই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। সেনা ,আধা সেনা এবং কুলগাম পুলিশের যৌথ অভিযানে এই গ্রেপ্তারির ঘটনাটি ঘটে। ধৃতদের বিরুদ্ধে জঙ্গিদের সাহায্য করার অভিযোগ রয়েছে। ধৃতদের কাছ থেকে ২ টি পিস্তল, ২৫ রাউন্ড গুলি এবং ২ টি ম্যাগাজিন উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর পাশাপাশি শনিবার উত্তর কাশ্মীরের সেদোরি নালা মুস্তাকাবাদ মছিলের জঙ্গলে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার হয়। সূত্রের খবর, উদ্ধার হওয়া অস্ত্রের তালিকায় রয়েছে, ৫ টি একে-৪৭ রাইফেল, ৮ টি একে-৪৭ ম্যাগাজিন, একটি পিস্তল, একটি পিস্তল ম্যাগাজিন, একে-৪৭-এর ৬৬০টি কার্তুজ এবং এম ৪ বন্দুকের ৫০টি কার্তুজ।
আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন
আরও পড়ুন : অস্ত্রোপচার নাকি হোমিওপ্যাথি ? জানুন কোন পথে টিউমার থেকে স্থায়ী সমাধান