Bangla News Dunia, Pallab : সিকিমগামী বিকল্প জাতীয় সড়ক ৭১৭ A (NH 717 A) সম্প্রসারণে বিপুল বরাদ্দ করল কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। দুই ভাগে ২৩ কিলোমিটারের কিছু রাস্তা সম্প্রসারণ করতে বরাদ্দ করা হয়েছে ৭৭০ কোটি ২৫ লক্ষ টাকা। বিকল্প সড়কের কিছু অংশ প্রশস্ত হলে এই রাস্তা দিয়ে উত্তরবঙ্গ ও সিকিমের মধ্যে যান চলাচল আরও সুগম হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন
এমনিতে শিলিগুড়ি থেকে সেবক পাহাড় অতিক্রম করে ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে সিকিমের গাড়ি চলাচল করে। সিকিমের জন্য এই রাস্তাকে লাইফ লাইনও বলা হয়। কিন্তু বর্ষার সময় এই রাস্তা প্রায়শই ধসের কারণে বিপর্যস্ত হয়ে পড়ে। দিনের পর দিন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকে সিকিম (Sikkim)। এই অসুবিধে এড়াতেই কেন্দ্রের কাছে সিকিমের জন্য অল ওয়েদার রোড তৈরির দাবি জানানো হয়। সেই মতো ডুয়ার্সের বাগরাকোট থেকে লাভা হয়ে সিকিমের গ্যাংটক পর্যন্ত বিকল্প ৭১৭ এ জাতীয় সড়ক তৈরির পরিকল্পনা করে কেন্দ্র। ইতিমধ্যে সেই রাস্তার কাজ প্রায় শেষের দিকে। এবার সেই রাস্তারই দুটি অংশ সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সিদ্ধান্ত হয়েছে লাভা মোড় থেকে পেডং বাইপাস পর্যন্ত ১৮.৪২ কিলোমিটার এবং রেশি থেকে রেনক পর্যন্ত ৫.২ কিলোমিটার রাস্তা প্রশস্ত করা হবে। এই খবর নিজেই সমাজমাধ্যমে জানিয়েছেন, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়করী (Nitin Gadkari)। গত বৃহস্পতিবারই সংসদে নিতিন গড়করির ঘরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন সিকিমের সাংসদ ইন্দ্রহাং সুব্বা। ওই বৈঠকেও তিনি সিকিমের সঙ্গে বাকি দেশের সড়ক যোগাযোগের বিষয়ে আলোচনা হয়েছে দু’জনের।