Bangla News Dunia, Pallab : ফের শিরোনামে কসবা (Kasba)। মাত্র কয়েক মাস আগেই কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। এবার ফের এক উঠতি মডেলকে ধর্ষণের অভিযোগ উঠল কসবায়। ইতিমধ্যেই কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা।
আরও পড়ুন : পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু SIR ? দেখুন বিস্তারিত
সূত্রের খবর, সিনেমায় কাজের সুযোগ করে দেওয়ার নাম করে ওই মডেলকে (Model) দুই ব্যক্তি লাগাতার ধর্ষণ (Rape) করেছেন বলে অভিযোগ। অভিযুক্তরা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত বলেই দাবি ওই মডেল তরুণীর। ২০২৩ সালে ওই দুই ব্যক্তির সঙ্গে আলাপ হয় তাঁর। এরপর সেই বছরের অগাস্ট মাসে তাঁকে ধর্ষণ করা হয়। এরপর একাধিকবার তাঁকে ধর্ষণ করা হয়েছে।
নির্যাতিতার অভিযোগ, প্রথমে তাঁকে কসবা এলাকায় একটি বাড়িতে অডিশনের নাম করে ডাকা হয়েছিল। কিন্তু কোনও কাজ না দিয়ে তাঁর উপর শারীরিক নির্যাতন চালিয়েছেন দুই ব্যক্তি। এমনকি এবিষয়ে কাউকে না জানানোর হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই গত সোমবার রাতে পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। ইতিমধ্যেই দুই অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন : জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত, সাধারণ মানুষের জন্য কী অপেক্ষা করছে ?