‘সিন্ধুর জল বন্ধ হলে মোদির শ্বাস বন্ধ করব’, পেহেলগাঁও হামলার আবহে হাফিজ সইদের ভিডিও ভাইরাল

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- ভারত সিন্ধু জলচুক্তি রদ করতেই হুমকি হিসাবে হাফিজ সইদের পুরনো ভিডিও ভাইরাল করছে পাকিস্তান? দুই থেকে তিন বছর আগের এই ভিডিওতে লস্কর তইবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদকে বলতে শোনা যাচ্ছে, ভারত যদি সিন্ধুর জল বন্ধ করে দেয় তাহলে তারা মোদির শ্বাস বন্ধ করে দেবেন। ভারতের নিরাপত্তা এজেন্সি গুলো মনে করছে হিন্দুর জলচুক্তি স্থগিত করার পর থেকে পায়ের নিচে মাটি সরে গেছে পাকিস্তানের। এর ভয়াবহ পরিণতি সম্পর্কে তারা খুব ভালো করেই জানে। ফলে এই মুহূর্তে ভারতকে হুমকি দেওয়াই তাদের কাছে একমাত্র রাস্তা। তাই পাকিস্তানের তরফে হাফিজ সইদের এই পুরনো হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল করে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য কাশ্মীরের পেহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন পর্যটককে খুন করা হয়েছে। মৃত্যু হয়েছে আরও একজন স্থানীয় বাসিন্দারও। মৃতের পরিজনরা দাবি করেছেন, হিন্দু পরিচয় নিশ্চিত করেই গুলি করেছে জঙ্গিরা। গোটা ঘটনা নিয়ে সারা বিশ্বের শোরগোল পড়ে গিয়েছে। দ্রুত নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক করে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মধ্যে প্রথমেই রয়েছে পাকিস্তানের সঙ্গে ৬৫ বছরের পুরনো সিন্ধু জলচুক্তি স্থগিত করে দেওয়া। যার জেরে নিশ্চিতভাবেই ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে পাকিস্তানের কৃষি ক্ষেত্র। এর পাশাপাশি ওয়াঘা আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া, সমস্ত পাকিস্তানি নাগরিকদের ভারতবর্ষ ছেড়ে চলে যেতে বলা, দিল্লিতে পাক দূতাবাস বন্ধ করা, মেডিকেল সহ পাকিস্তানিদের সমস্ত রকম ভিসা দেওয়া বন্ধ করার মতো একগুচ্ছ পদক্ষেপ রয়েছে।

আরও পড়ুন:- এক এক করে জঙ্গিদের বাড়ি বোমায় উড়িয়ে দিচ্ছে নিরাপত্তা বাহিনী, জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন

 যার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানও। পাকিস্তানের তরফে বলা হয়েছে সিন্ধু জলচুক্তি বাতিল করা যুদ্ধ ঘোষণার শামিল। তারাও পাল্টা পাকিস্তানের আকাশসীমা বন্ধ করা, সিমলা চুক্তি রদ করে দেওয়া মতো পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে আইনি রাজনৈতিক ও আন্তর্জাতিক স্তরে মোকাবিলার কথাও জানিয়েছে শাহবাজ শরীফের সরকার। তবে সব মিলিয়ে গোটা ঘটনায় পাকিস্তান যে যথেষ্ট চাপের মুখে পড়ে গিয়েছে তা পরিষ্কার।

আরও পড়ুন:- সম্পূর্ণ বন্ধ বাণিজ্য! কত কোটির ক্ষতির মুখে প্রতিবেশী দেশ পাকিস্তান ? জেনে নিন

আরও পড়ুন:- পহেলগাঁওয়ে জঙ্গি হামলাকে সমর্থন, গ্রেফতার বিধায়ক । বিস্তারিত জানুন

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন