Bangla News Dunia, Pallab : সিন্ধু জলচুক্তি স্থগিত করার সিদ্ধান্তকে যুদ্ধ ঘোষণার সমান বলে তোপ দাগল পাকিস্তান। এদিন পাকিস্তানের শক্তিমন্ত্রী আওয়াইস লেঘারি জানান, যে চুক্তির সঙ্গে বিশ্বব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থাগুলি জড়িত তা থেকে ভারত একা বের হয়ে আসতে পারে না। নয়াদিল্লির এই পদক্ষেপকে সম্পূর্ণ অবৈধ বলে ঘোষণা করেছে পাকিস্তান। তারা এনিয়ে আইনি, রাজনৈতিক ও আন্তর্জাতিক স্তরে লড়াই করবে বলে জানিয়ে দিয়েছে। পাকিস্তানি মন্ত্রীর কথায়, ‘সিন্ধুর জলচুক্তি বেপরোয়াভাবে স্থগিত করা কাপুরুষোচিত পদক্ষেপ, সিন্ধুর প্রতিটি ফোঁটা আমাদের এবং আমরা পূর্ণ শক্তি দিয়ে একে রক্ষা করব।’
আরও পড়ুন : পহেলগাঁও হামলায় কোন 5 কড়া পদক্ষেপ নিলো ভারত ? জানতে বিস্তারিত পড়ুন
উল্লেখ্য, ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্ততায় হয় সিন্ধু জলচুক্তি। এই চুক্তি অনুসারে, উজানের দেশ হিসেবে সিন্ধু নদীর ৮০ শতাংশ জল ভারত পাকিস্তানকে (India-Pakistan) সরবরাহ করবে। কিন্তু এই চুক্তি রদ হয়ে গেলে পাকিস্তানের কৃষিক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়বে।
পহেলগাঁও হামলার পর ভারতের নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে বসে পাকিস্তানকে প্রত্যাঘাতের লক্ষ্যে কঠোর সিদ্ধান্ত নেয়। তার মধ্যে প্রধান সিদ্ধান্তই ছিল সিন্ধু জলচুক্তি স্থগিত করে দেওয়া। এছাড়াও আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া, সার্ক ভিসা বাতিল করে ৪৮ ঘন্টার মধ্যে পাক নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ, নয়াদিল্লিতে পাকিস্তানের দূতাবাস বন্ধ করে দেওয়া, পাকিস্তানে ভারতীয় দূতাবাসের কর্মী সংখ্যা কমিয়ে নিয়ে আসা সহ একাধিক সিদ্ধান্ত নেয় ভারত। সাংবাদিক সম্মেলন করে তা ঘোষণা করেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। এরপর বৃহস্পতিবার পাকিস্তানের শীর্ষ নিরাপত্তা সংস্থা, জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) বৈঠকে বসে। তারপই সরকারিভাবে প্রতিক্রিয়া জানায় পাকিস্তান।