Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এপ্রিলের কুড়ি তারিখ ব্রিগেড প্যারাড গ্রাউন্ডে কৃষক-খেতমজুর-শ্রমিক সংগঠনের ডাকে সমাবেশের আয়োজন করেছে সিপিআইএম ৷ যার প্রচারে সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবি বদলেছে তারা ৷ যেখানে দলীয় প্রতীক কাস্তে-হাতুড়ির ব্যাকগ্রাউন্ড বদলে লাল থেকে সোজা আসমানী নীল করে দিয়েছে সিপিআইএম ৷ আর সেই নিয়েই শুরু হয়েছে রাজনীতির কাদা ছোড়াছুড়ি ৷
বঙ্গ সিপিআইএমের সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করে, তা নিয়ে বিদ্রুপ করেছেন তৃণমূলের রাজ্য মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য ৷ উল্লেখ্য, সিপিআইএমের দলীয় পতাকা মানেই চিরাচরিত লাল ব্যাকগ্রাউন্ডের উপর সোনালি কাস্তে-হাতুড়ি ৷ কিন্তু, ব্রিগেড সমাবেশের প্রচারে সেই লাল রং সরিয়ে নীল আকাশে সোনালি কাস্তে-হাতুড়ির ছবি ব্যবহার করা হয়েছে ৷
সিপিআইএমের ফেসবুকের কভার ছবি ৷ (ছবি- সিপিআইএমের ফেসবুক স্ক্রিনশট)
আর সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেবাংশুর কটাক্ষ, “এই ছবিটার জন্য পারফেক্ট হেডলাইন কোনটা ? ১. নীল সাদায় মিশে গেল সিপিএম, রূপমের গান ধার করে, ‘আজ নীল রঙে মিশে গেছে লাল…’ ২. মহাশূন্যে ভাসমান সিপিএম আজ তার অফিসিয়াল ডিসপ্লে পিকচার রিলিজ করল ৷”
আরও পড়ুন:- বাড়িতে উইন্ডো এসি লাগাবেন নাকি স্প্লিট এসি? কিভাবে বুঝবেন, জানুন
উল্লেখ্য, শাসকদল তৃণমূল তাদের দলীয় কর্মসূচি এমনকি, সরকারি যে কোনও কর্মসূচিতে নীল-সাদা রং ব্যবহার করে ৷ আর সেখানে তৃণমূলও আসমানী নীল রংকেই গুরুত্ব দেয় ৷ রাজনৈতিক মহলের একাংশের মতে, কার্যত সেই যুক্তিতেই দেবাংশু ‘লাল শিবিরকে’ কটাক্ষ করেছেন ৷
সিপিআইএমকে কটাক্ষ করে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যের পোস্ট ৷ (ছবি- দেবাংশুর ফেসবুক স্ক্রিনশট)
যদিও, দেবাংশুকে পালটা জবাবও দিয়েছেন সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্য ৷ তিনি বলেন, “দেবাংশুর, রূপম ইসলামের গান মনে পড়েছে বিষয়টা ভালো ৷ কিন্তু, ছবিটা দেখে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের গান মনে পড়ল ৷ আমার মনে পড়েছে — ‘মেঘের কোলে রোদ হেসেছে…’ ৷ কয়লা, বালি, গরু সবকিছুতেই একচ্ছত্র আধিপত্য চাই তৃণমূলের ৷ ওরা কোনও কিছুই হাতছাড়া করতে চায় না ৷ এখন নীল-সাদা, আকাশি রঙের আধিপত্য চাইছে তারা ৷ তাই যদি হয়, গতবার বিশ্বকাপ জিতেছে আর্জেন্তিনা ৷ এখন তৃণমূল মনে করতেই পারে ওটা মেসির নেতৃত্বে বিশ্বকাপ জেতা নয় ৷ তৃণমূলের অভিষেকের নেতৃত্বে বিশ্বকাপ জেতা ৷ এ সমস্ত অযৌক্তিক কাণ্ডকারখানা ঘটিয়ে নিজেদের আরও হাসির পাত্র করে তুলছে ৷”
তবে, এই ইস্যুতে সিপিআইএম ও তৃণমূল দুই দলকেই নিশানা করেছেন বিজেপি মুখপাত্র তথা সাংসদ শমীক ভট্টাচার্য ৷ বঙ্গ সিপিআইএমকে মৌলবাদী বলেও সমালোচনা করেন তিনি ৷ শমীক বলেন, “কোনও রঙের প্রতি কারও একচ্ছত্র আধিপত্য থাকে না ৷ এই আধিপত্য থাকাটা কাঙ্ক্ষিত নয় ৷ কিন্তু, মহম্মদ সেলিমের নেতৃত্বে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট এখন মৌলবাদী হয়ে গিয়েছে ৷ লাল থেকে নীল-সাদা এসে গিয়েছে ৷”
সিপিআইএমের বিরুদ্ধেও সংখ্যালঘু ভোটব্যাংকের রাজনীতির অভিযোগ তুলেছেন শমীক ৷ তিনি বলেন, “এখন পশ্চিমবঙ্গের রাজনীতি হচ্ছে সংখ্যালঘু ভোটব্যাংক একজোট করা ৷ এরপরে চাঁদ-তারা চলে আসবে ৷ এখন তো সিপিএমের হাতে কোর ভোটারদের অ্যাড্রেস করার মতো কিছু নেই ৷ পশ্চিমবঙ্গের কৃষকদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, পাট্টা কেড়ে নেওয়া হচ্ছে ৷ সিপিএম কিছু করছে আন্দোলন কৃষকদের জন্য ! কিছুই করছে না ৷”
আরও পড়ুন:- ঘুমের সঙ্গে রয়েছে ক্যানসারের যোগ ! কি জানালেন চিকিৎসক ?
আরও পড়ুন:- পথ দুর্ঘটনায় সাহায্য করতে কি এগিয়ে আসেন বাংলার মানুষ? জানুন সমীক্ষা কি বলছে