Bangla News Dunia, Pallab : আজ ৯ অগাস্ট। আরজি কর হাসপাতালে (RG Kar Case) তরুণী চিকিৎসকের মৃত্যুর এক বছর পূর্ণ হল। আর এদিন সকালেই সিবিআই-কে তুলোধনা করলেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, ‘যারা তদন্ত করেছে, তাদের বাদ দিয়ে নতুন তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া উচিত।’
আরও পড়ুন : সাবধান! স্মার্টফোন চার্জে দেওয়ার সময় এই ভুল করবেন না, ফোন Dead হয়ে যায়
সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ‘যখন এমন জঘন্য অপরাধে সুবিচার মিলবে না, তখন স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট সবপক্ষকে ঘিরে প্রশ্ন উঠবে। আদালতের মাধ্যমে নতুন করে নিরপেক্ষ তদন্ত শুরু হওয়া উচিত। অনেক তথ্য উপেক্ষিত হয়েছে। যারা তদন্ত করেছে, তাদের বাদ দিয়ে নতুন তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া উচিত।’
পাশাপাশি দিলীপ আরও বলেন, ‘নির্যাতিতার বাবা-মা এখনও বিচার পাননি। সাধারণ মানুষের বিশ্বাস এই মামলায় সুবিচার হয়নি বলেই তারা রাস্তায় নেমেছেন। কিন্তু এই আন্দোলন এখন আর কোনও রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা জনআন্দোলনে রূপ নিয়েছে।’
উল্লেখ্য, গত বছর ৯ অগাস্ট আরজি কর হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের দেহ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল সঞ্জয় রায় (Sanjay Rai) নামে এক সিভিক ভলান্টিয়ারকে। এরপর ঘটনার জল গড়ায় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। তদন্ত করে ধর্ষণ ও খুনের অভিযোগে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। যদিও ‘অভয়ার’ বাবা-মা দাবি করেন, ‘এই ঘটনায় আরও অনেকেই জড়িত।’ প্রশ্ন তোলেন সিবিআই-য়ের (CBI) ভূমিকা নিয়েও। আজ একই সুরে তদন্তকারী সংস্থাকে বদলের দাবিতে সুর চড়ালেন দিলীপ ঘোষও।
আরও পড়ুন : বড় পদক্ষেপের পথে কেন্দ্র, রান্নার গ্যাসের দাম কমবে অনেকটাই
আরও পড়ুন : মাসিক ঘরে বসে পাবেন 10,000 টাকা ! তাও আবার ভারত সরকারের অনুমোদনে