সিবিআই মামলাতে পার্থকে জামিনের নির্দেশ সুপ্রিম কোর্টের, কবে জেলমুক্তি প্রাক্তন শিক্ষামন্ত্রীর ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড়ো স্বস্তি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। ইডি (ED)’র পর এবার সিবিআই (CBI) মামলাতেও তাঁকে জামিনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। একাধিক মামলা থাকায় এখনও প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন পার্থ। তবে জামিন মিললেও তাঁর জেলমুক্তি নিয়ে সংশয় রয়েছে। আইনজীবীদের একাংশের মতে, প্রাথমিক নিয়োগ সংক্রান্ত বেশকিছু মামলা রয়েছে পার্থ’র বিরুদ্ধে। তাই দ্রুত জেলমুক্তি নাও হতে পারে। যদিও আরেকাংশের মত, ইডি ও সিবিআইয়ের শর্ত মেনে জামিন হওয়া বেশ ইতিবাচক।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু SIR ? দেখুন বিস্তারিত

এদিন শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠেছিল। সেখানে পার্থর আইনজীবী জানান, ইডি যে শর্তসাপেক্ষে জামিন দিয়েছিল, সেই সমস্ত শর্ত তিনি মেনেছেন। এবার তাঁকে সিবিআই মামলাতেও জামিন দেওয়া হোক। যদিও সিবিআই জামিনের বিরোধিতা করেছিল। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সাল থেকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু তিনবছর হয়ে গেলেও শিক্ষক নিয়োগ মামলার তদন্তে নতুন কোনও সূত্র উঠে আসেনি বলে দাবি পার্থর আইনজীবীর। দু’পক্ষের সওয়াল-জবাব শেষে এদিন শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করা হয়েছে।

আরও পড়ুন : জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত, সাধারণ মানুষের জন্য কী অপেক্ষা করছে ?

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন