সীমান্তে চলছে গুলি ! ভারত-পাক যুদ্ধ আবহে ফের বৈঠক মোদি-রাজনাথের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকেই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। দুদেশের মধ্যে বৈদেশিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। গত ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। এরমধ্যে ২৫ জনই পর্যটক। এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সহযোগী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। এই হত্যাকাণ্ডের পর থেকে উত্তাল পুরো কাশ্মীর। প্রত্যাঘাত চাইছে দেশবাসী। রবিবার রাতেও ভারতের মাটি লক্ষ্য করে গুলি চালিয়েছে পাকিস্তানের সেনা। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজ সোমবার ১১টা নাগাদ ফের বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজনাথ সিং।

আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য

গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে গিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সঙ্গে ছিলেন সিডিএস জেনারেল অনিল চৌহান। এই উচ্চ পর্যায়ের বৈঠকের পর ফের আজ বৈঠকে বসতে চলেছেন মোদি ও রাজনাথ সিং। সেই বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। এদিকে মেডিকেল ভিসা নিয়ে যেসব পাকিস্তানি ভারতে এসেছিলেন, তাঁদের ফিরতে হবে ২৯ এপ্রিলের মধ্যে। তারপরেই কি ভারত পাকিস্তানের অভ্যন্তরে আঘাত হানবে, এমন জল্পনা ছড়িয়েছে।

এদিকে রবিবার রাতেও ভারতের মাটি লক্ষ্য করে গুলি চালিয়েছে পাকিস্তানের সেনা। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে কুপওয়ারা এবং পুঞ্চ এলাকায় ওই গুলি চলে। ভারতের সেনার দাবি, গত কয়েকদিনে মতই রবিবার রাতে এবং সোমবার ভোররাতেও বিনা উস্কানিতে গুলি চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী।

আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?

আরও পড়ুন : অস্ত্রোপচার নাকি হোমিওপ্যাথি ? জানুন কোন পথে টিউমার থেকে স্থায়ী সমাধান

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন