সীমান্তে বিএসএফের ওপর হামলা বাংলাদেশিদের, জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ফের সীমান্ত অতিক্রম করার চেষ্টা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের । আত্মরক্ষায় গুলি বিএসএফের । অনুপ্রবেশকারীদের হামলায় আহত এক জওয়ান ।

বৃহস্পতিবার রাত তখন 2টো 15 । নদিয়া জেলার সীমান্তে বিএসএফের 194 ব্যাটালিয়নের মহেন্দ্র সীমান্ত ফাঁড়ির জওয়ানরা কিছু সন্দেহভাজন সশস্ত্র বাংলাদেশি অনুপ্রবেশকারীকে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করতে দেখেন । এই অনুপ্রবেশকারীরা দ্রুত সীমান্তের কাঁটাতারের দিকে এগিয়ে যাচ্ছিল । তা দেখে বিএসএফ সদস্যরা সহকর্মী জওয়ানদের সতর্ক করে এবং অনুপ্রবেশকারীদের থামতে চ্যালেঞ্জ করে ।

BANGLADESHI INFILTRATORS ATTACK ON BSF JAWAN

আহত বিএসএফ জওয়ান

তবে সেই সতর্কতা উপেক্ষা করে কাঁটাতারের দিকে ছুটে যেতে থাকে অনুপ্রবেশকারীরা । পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এবং অপ্রয়োজনীয় বলপ্রয়োগ এড়িয়ে অনুপ্রবেশকারীদের ছত্রভঙ্গ করার জন্য শূন্যে এক রাউন্ড গুলি চালায় বিএসএফ । এরপরই অনুপ্রবেশকারীরা জওয়ানকে ঘিরে ফেলে । ধারালো অস্ত্র দিয়ে বিভিন্ন দিক থেকে তার উপর আক্রমণ করে । মাথায় গুরুতর আঘাত লেগে আহত হন সেই জওয়ান ।

বিষয়টি দেখামাত্রই কিছুটা দূরে কর্তব্যরত অন্যান্য জওয়ানরা সাহায্যের জন্য ঘটনাস্থলে ছুটে আসেন । পরিস্থিতি মোকাবিলায় বিএসএফ জওয়ানদের ক্রমবর্ধমান সংখ্যা দেখে অনুপ্রবেশকারীরা আতঙ্কিত হয়ে পড়ে । অন্ধকারের আড়ালে বাংলাদেশের দিকে পালিয়ে যায় ।

আরও পড়ুন:- পর্যটকদের জন্য সুখবর ! গ্যাংটকে যাওয়া আরও সহজ হয়ে গেলো

আহত জওয়ানকে তাৎক্ষণিকভাবে বগুলার নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখানে প্রাথমিক চিকিৎসার পর ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার তাঁকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন । তাঁর অবস্থা এখন স্থিতিশীল ।

আরেকটি ঘটনায়, একই ব্যাটালিয়নের বিওপি সুন্দরে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে । তবে, এই ফাঁড়ির সতর্ক জওয়ানরা সফলভাবে অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেয় । আক্রমণ এবং প্রতিরক্ষার সময় যে গুলি চালানো হয়েছিল সে সম্পর্কে একটি প্রাথমিক প্রতিবেদনও সংশ্লিষ্ট থানায় নথিভুক্ত করা হয়েছে ।

এই ঘটনার বিষয়ে কথা বলতে গিয়ে বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের মুখপাত্র ডিআইজি এনকে পান্ডে বলেন,”কর্তব্যরত অবস্থায় এই ধরনের ঘটনা অস্বাভাবিক নয় । বিএসএফ জওয়ানরা ব্যতিক্রমী সাহস, সতর্কতা এবং সংযমের সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করছেন । বাংলাদেশি অপরাধীদের জোরপূর্বক অনুপ্রবেশের প্রচেষ্টা এবং আক্রমণ সম্পর্কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কে বিভিন্ন মাধ্যমে বারবার সতর্কীকরণ এবং অনুরোধ করা সত্ত্বেও এই প্রচেষ্টা কমেনি । অপরাধীরা অপ্রয়োজনীয় জীবন ও সম্পত্তির ক্ষতি এড়াতে বিএসএফের সংযমের ভুল ব্যাখ্যা করেছে, যার ফলে আমাদের ধৈর্যের পরীক্ষা চলছে । তবে, একটি বিষয় নিশ্চিত যে আমাদের জওয়ানরা যে কোনও পরিস্থিতিতে সীমান্ত রক্ষা করতে এবং জাতির নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণরূপে সক্ষম ।”

আরও পড়ুন:- এবার থেকে রেশন কার্ডে ফ্রি দ্রব্যের সঙ্গে পাবেন 1000 টাকা। কিভাবে আবেদন করবেন জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন