Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সীমান্ত দখলে মরিয়া চেষ্টা চিনের। ফের উত্তপ্ত পূর্ব লাদাখ সীমান্ত। সেখানে ফের ৪৫ বছর পর গুলি চলল। ভারতীয় সীমান্তে সোমবার রাতে বিরাট চিনা বাহিনী রেচিং লা রিজলাইনের মুখপারি চুড়ো অঞ্চলে ভারতীয় সেনা বাহিনীর ওপর আক্রমণের চেষ্টা করে। তাদের সঙ্গে ছিল রড, মুগুর, বর্ষা, গুয়ানদাও নামক বাঁশের মাথায় রড লাগানো এক ধরনের ভয়ানক অস্ত্র। উদেশ্য ছিল গালওয়ানের মতোই বর্বর কোনও হামলার।
তারপর সক্রিয় পার্বত্য বাহিনী। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় অস্ত্রশস্ত্র সমেত সেনা মজুত করার বিষয়টির তীব্র বিরোধিতা করে ভারত। চিনা সেনাদের ফিরে যেতে বলা হয়। ভারতীয় সেনাবাহিনীর চাপে পিছু হঠতে বাধ্য হচ্ছে চিন, তখনই তারা শূন্যে ১৫ রাউন্ড গুলি চালায়। ১৯৭৫ সালে অরুণাচলে ভারত-চিন সীমান্তে শেষবার গুলি চলেছিল। ৪৫ বছর সীমান্তে গুলি চলেনি। উলেখ্য সম্প্রতি গালওয়ান উপত্যকর হামলাতেও চিনা বাহিনী গুলি চালায়নি।
সূত্র মারফত জানা গেছে যে ভারতের তরফে প্ররোচনায় পা দিয়ে পাল্টা গুলি চালানো হয়নি। দিন তিনেক ধরেই এই অঞ্চল দখলের জন্য চেষ্টা চালাচ্ছে চিন সেনা। প্যাংগং লেকের দক্ষিণে মোলডো এলাকার দখল ভারতের হাতে থাকায় খুব একটা সুবিধে করতে পারেনি। গত ২৯ অগাস্ট রাতে প্যাংগং লেক সংলগ্ন বিস্তীর্ণ এলাকা ভারতীয় সেনার দখলে আসে। রেজিং লা, রেচিং লা, ব্ল্যাক টপের মতো জায়গায় ভারতীয় সেনা দখল নিয়ে চিনা সিসিটিভি গুড়িয়ে দেয়।
তবে যখন দুই দেশের বিদেশমন্ত্রীরা উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে তখন প্রকৃত নিয়ন্ত্রণরেখাতে উত্তাপ ক্রমশ বাড়ছে।
Highlights
1. সীমান্ত দখলে মরিয়া চেষ্টা চিনের
2. ভারতীয় সেনাবাহিনীর চাপে পিছু হঠতে বাধ্য হচ্ছে চিন
#India #China #LAC #Ladakh