সুখবর ! পড়ুয়াদের দিচ্ছে ১০,০০০ হাজার টাকা, বিশেষ যাচাই পদ্ধতিতে আবেদন করুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : আমরা কম বেশি সকলে জানি রাজ্য সরকার রাজ্যের বাসিন্দাদের জন্য জনমুখী প্রকল্প নিয়ে আসেন তার মধ্যে অন্যতম হচ্ছে লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, সবুজ সাথী, বেকার ভাতা এছাড়াও বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসেছেন যার মাধ্যমে সকল প্রকার মানুষ উপকৃত হচ্ছেন। এবার আরো এক প্রকল্পের কথা বলতে যাচ্ছি যার নাম উপরে উল্লেখ করা হয়েছে তার সম্বন্ধে। এই প্রকল্পের সুবিধা আপনি অতি সহজে নিতে পারবেন এবং আপনাকে আলাদা করে কোন সাইবার ক্যাফে কি আবেদনও করতে হবে না।

আরও পড়ুন : কেটেছে ওবিসি জট, আগামী সপ্তাহে রাজ্য জয়েন্টের ফল ঘোষণা

রাজ্যের মাধ্যমিক পাস পড়ুয়াদের জন্য দারুন সুসংবাদ। কেননা আপনি যদি রাজ্যের অধীনে মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনার জন্য রাজ্য সরকার কর্তৃক ১০০০০ টাকার তরুনের সপ্ন প্রকল্পের সুবিধা দিতে যাচ্ছেন। এক্ষেত্রে শুধুমাত্র আপনাকে দশম শ্রেণী পাস করে একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে। অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গের সরকারি যে কোন প্রতিষ্ঠান থেকে এই শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে। তাহলে আজকের এই প্রতিবেদনে আমরা এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি যাতে অতি সহজেই এই প্রকল্প আপনি পেয়ে যেতে পারেন।

তরুণের স্বপ্ন প্রকল্প কী?

‘তরুণের স্বপ্ন’ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি উল্লেখযোগ্য প্রকল্প প্রকল্প হিসেবে চিহ্নিত, যার মূল লক্ষ্য হল একাদশ শ্রেণির পড়ুয়াদের ডিজিটাল শিক্ষার সঙ্গে যুক্ত করা। এই প্রকল্পের মাধ্যমে সরকার প্রতিটি পড়ুয়াকে ১০,০০০ টাকা করে আর্থিক অনুদান দিয়ে থাকেন, যাতে তারা ট্যাবলেট বা স্মার্টফোন কিনতে পারে। এই উদ্যোগের মাধ্যমে রাজ্য সরকার ডিজিটাল প্ল্যাটফর্মে শিক্ষার সুযোগকে সহজলভ্য ও সমানতালে ছড়িয়ে দিতে চলেছে।

প্রকল্প চালুর পেছনে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য

এই প্রকল্প শুরু হয় মূলত ২০২০ সালের কোভিড মহামারীর সময়, যখন সমস্ত স্কুল বন্ধ হয়ে যায় এবং অনলাইন শিক্ষাই একমাত্র ভরসা হয় তখন। এই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন, রাজ্যের প্রতিটি ছাত্র-ছাত্রী যেন অনলাইন ক্লাস এবং বিভিন্ন শিক্ষামূলক অ্যাপ ব্যবহার করে পড়াশোনা চালিয়ে যেতে পারে। সেই লক্ষ্যেই ‘তরুণের স্বপ্ন’ নামক এই প্রকল্পের সূচনা।

২০২৫ সালে কবে টাকা দেওয়া হবে?

এদিকে ২০২৫ সালে শিক্ষাদফতর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, ৪ সেপ্টেম্বর থেকে এই প্রকল্পের টাকা, অর্থাৎ ১০,০০০ টাকা করে, সরাসরি পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। তবে তার আগে রয়েছে গুরুত্বপূর্ণ একটি কাজ—তথ্য যাচাই। প্রতিটি ছাত্র-ছাত্রীকে নির্দিষ্ট ফর্ম পূরণ করে স্কুলে জমা দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষ সেই তথ্য যাচাই করে ‘বাংলার শিক্ষা’ পোর্টালে আপলোড করে থাকবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন