সুখবর ! পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের পিএফ অ্যাকাউন্টে সুদ জমা শুরু

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : অবশেষে প্রতীক্ষার অবসান। পশ্চিমবঙ্গ সরকার নন-গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড (NGIPF) মডিউলের আওতাভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের জন্য সুখবর নিয়ে এসেছে। রাজ্যের পেনশন, প্রভিডেন্ট ফান্ড এবং গ্রুপ ইন্স্যুরেন্স অধিকরণ (DPPG), অর্থ বিভাগের পক্ষ থেকে ১৮ই জুলাই, ২০২৫ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য প্রভিডেন্ট ফান্ড (পিএফ) অ্যাকাউন্টে বার্ষিক সুদ জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করার কথা ঘোষণা করা হয়েছে। এই পদক্ষেপে উপকৃত হবেন লক্ষ লক্ষ কর্মচারী। আসুন, এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন : ‘ভয় পাবেন না, বুক চিতিয়ে লড়ব’ ! সমর্থকদের উদ্দেশে বার্তা মিঠুনের

কাদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই সুদ জমা হয়েছে?

বিজ্ঞপ্তি অনুসারে, যে সমস্ত পিএফ অপারেটররা ডিপিজিজি, পশ্চিমবঙ্গ দ্বারা অনলাইন ব্যালেন্স ক্যাপচারের জন্য অনুমতি পেয়েছেন, তাদের কর্মীদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই সুদ জমা করে দেওয়া হয়েছে। এই প্রক্রিয়াটি অ্যাকাউন্ট্যান্ট জেনারেল (এজি), পশ্চিমবঙ্গের মাধ্যমে বুক অ্যাডজাস্টমেন্টের দ্বারা সম্পন্ন হয়েছে।

সুদ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলির তালিকা ও জমার পরিমাণ নিম্নরূপ:

  • সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ: ৪৩৪টি কলেজের জন্য মোট ১১৭,৪৬,৩৪,৬০৩ টাকা সুদ জমা করা হয়েছে।
  • পৌরসভা (Municipalities): ৪০টি পৌরসভার জন্য মোট ৬,৬৪,৪১,৮৭৯ টাকা সুদ জমা করা হয়েছে।
  • এগ্রিকালচারাল ট্রেনিং সেন্টার: ১টি প্রতিষ্ঠানের জন্য ১৭,৯১,৫৮৫ টাকা জমা পড়েছে।

শিক্ষকদের জন্য বিশেষ ঘোষণা

মাধ্যমিক শিক্ষা বিভাগের (Secondary Education) অন্তর্গত ডিআই/এডিআই অফ স্কুলগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই প্রতিষ্ঠানগুলির কর্মীদের পিএফ অ্যাকাউন্টে ২০২৩-২৪ এবং ২০২৪-২৫, এই দুটি অর্থবর্ষের সুদ একসাথে জমা করা হবে। এই প্রক্রিয়াটি ৩০শে সেপ্টেম্বর, ২০২৫-এর মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তাই শিক্ষকরা খুব শীঘ্রই তাদের অ্যাকাউন্টে দুই বছরের সুদ একসাথে পেতে চলেছেন।

আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর

আরও পড়ুন : NEET UG 2025-র কাউন্সেলিং কবে ? জানুন সম্ভাব্য দিনক্ষণ, বিজ্ঞপ্তি এমসিসি-র

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন