সুখবর ! মোদি দিচ্ছে নাগরিকত্ব স্মার্ট সার্টিফিকেট ? অন্য নথির প্রয়োজন নেই

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab :  এবার দেশবাসীর জন্য নতুন করে স্মার্ট নাগরিকত্ব সার্টিফিকেট দিতে চলেছে মোদি সরকার। এমনটাই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খবর পাওয়া যাচ্ছে। তাই আজকের প্রতিবেদনে আমরা জানবো কি সেই স্মার্ট কার্ড এবং কিভাবে এই স্মার্ট কার্ড পাওয়া যাবে এবং এতে আপনারা কি কি সুবিধা পাবেন। তাহলে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত করুন আরো বিস্তারিত জানতে

ঠিক এই প্রেক্ষাপটে জানা যাচ্ছে, মোদি সরকার এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে — সারা দেশের প্রতিটি বৈধ নাগরিকের জন্য চালু হতে চলেছে একটি ইউনিফায়েড ‘স্মার্ট সিটিজেনশিপ কার্ড’। এই সার্টিফিকেটে থাকবে সরকারের ডিজিটাল ডাটাবেসে রেজিস্টার্ডও এবং এতে থাকবে এমন সব ফিচার যা একে একটি বৈধ নাগরিকত্ব প্রমাণপত্রে রূপান্তরিত করতে চলেছে।

কেন এই স্মার্ট কার্ড চালু হচ্ছে

বর্তমান সময়ে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড ইত্যাদি ডকুমেন্টস থাকলেও, এর কোনটিই এককভাবে ভারতের নাগরিকত্ব প্রমাণ করে না বলে জানা যাচ্ছে । এমনকি সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের ব্যাখ্যা অনুযায়ী ভোটার আইডি এবং আধার কেবলমাত্র পরিচয় পত্র হিসেবে গ্রহণযোগ্য হবে মাত্র, নাগরিকত্ব নয়। এছাড়া জন্ম সনদ বা পাসপোর্ট থাকলে নাগরিকত্বের ভিত্তি স্থাপন করা গেলেও অনেক ভারতীয়ের কাছে এই নথি নেই বললেই চলে। ফলে নানা কাজে নাগরিকত্ব প্রমাণ করতে গিয়ে সমস্যার মুখোমুখি হতে পারে অনেকেরই। এই সমস্যা থেকে মুক্তি দিতে সরকার আনছে একটি ডিজিটাল ও নিরাপদ সমাধান সার্টিফিকেট— স্মার্ট সিটিজেনশিপ কার্ড।

কী থাকবে এই স্মার্ট কার্ডে

জানা যায়, এই স্মার্ট সিটিজেনশিপ কার্ডে থাকবে একাধিক আধুনিক প্রযুক্তি-ভিত্তিক নিরাপত্তা ফিচার থাকতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রস্তাবিত ফিচারগুলোর মধ্যে রয়েছে:

  1. নাগরিকের পূর্ণ নাম
  2. জন্ম তারিখ ও জন্ম স্থান
  3. পিতা-মাতার নাম
  4. নাগরিকের স্থায়ী ঠিকানা
  5. একটি ইউনিক সিটিজেনশিপ নম্বর
  6. ডিজিটাল স্বাক্ষর
  7. হাই সিকিউরিটি কোড এবং QR স্ক্যান ফিচার
  8. বায়োমেট্রিক তথ্য সংযুক্ত করার সম্ভাবনা থাকছে
  9. কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষিত নাগরিক তথ্য

এই কার্ড ব্যবহার করে ভবিষ্যতে সব রকম সরকারি পরিষেবা গ্রহণ করা যাবে এমনকি সরকারি চাকরির জন্য আবেদন, নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়া এবং আইনি নথিপত্র যাচাইয়ে নাগরিকত্ব সহজে প্রমাণ করা যাবে এর মাধ্যমে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন