সুখবর ! রাজ্যের SSC গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা মাসিক ভাতা পাবেন

By Bangla News Dunia Dinesh

Published on:

রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) কাণ্ডে চারিদিক তোলপাড়। প্রচুর প্রার্থীর চাকরি বাতিল, চাকরি ফেরতের দাবি তুলে তাঁদের বিক্ষোভ কর্মসূচি রাজ্যের সাম্প্রতিক ছবি। যোগ্যরা দাবি তুলছেন তাঁদের পুনর্বহাল করা হোক। এখনও যোগ্য ও অযোগ্যের বাছাই সম্পন্ন হয়নি। তাই বহু প্রার্থীর দাবি, মেধার দ্বারা চাকরি পেয়েও তাঁদের বাতিল হতে হয়েছে। তবে এর মধ্যে গ্রুপ সি ও গ্রুপ ডির কর্মীদের মাসিক ভাতা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। 

West Bengal SSC Recruitment Case 

নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যের যা পরিস্থিতি সহজে তা ঠিক হবে নাকি এখনই বলা যাচ্ছে না। বাংলায় স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে অজস্র দুর্নীতির হদিশ প্রচুর প্রার্থীর চাকরি বাতিল করেছে। দিনের পর দিন সেই প্রার্থীরা নিজেদের চাকরি ফেরত পাওয়ার দাবি তুলে একজোট হয়ে আন্দোলন করছেন। আর পরিস্থিতিকে শান্ত করতে এইবার বিশেষ ভাতা দেওয়ার ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার (WB Government).

গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়া হবে! 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে শুধু শিক্ষকরা নন তাঁদের সঙ্গে চাকরি বাতিল হয়েছে বহু গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদেরও। তাই এই সকল কর্মীদের আর্থিকভাবে সাহায্য করার জন্য রাজ্যের সরকার ভাতার ঘোষণা করেছে।‌ আর এখন প্রশ্ন হল, সরকারি ভাতা প্রাপ্তির জন্য কিভাবে আবেদন করবেন, কবে থেকে ভাতা দেওয়া হবে? আজকের প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নেওয়া যাক। 

কিভাবে ভাতার জন্য আবেদন করবেন? 

সূত্রের খবর, রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) ঘোষণা করেছিলেন মাসে ২৫ ও ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। আর এবার সেই ঘোষণার প্রেক্ষিতে শুক্রবার দিন সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য। যা জানা যাচ্ছে, ২০১৬ সালের প্যানেলে SSC Group C ও D এর অন্তর্গত যে সকল কর্মীরা চাকরি হারিয়েছেন তাঁরা বিশেষ ভাতা পাবেন। শ্রম দফতরের তরফে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গ লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম, ২০২৫। 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন