Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজ্য সরকারের তরফে এলপিজি গ্রাহকদের জন্য এক অভাবনীয় সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এখন থেকে রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি ২৭৫ টাকা ভর্তুকি দেওয়া হবে। এই সিদ্ধান্ত সরাসরি সাধারণ মানুষের ঘাড়ের উপরে থাকা খরচের বোঝা কিছুটা হলেও কমাবে। এই পদক্ষেপ মূলত গৃহস্থালি ও মধ্যবিত্তদের স্বস্তি দিতে নেওয়া হয়েছে (Liquefied Petroleum Gas).
রান্নার গ্যাস সিলিন্ডারে ২৭৫ টাকা ভর্তুকি!
এই ভর্তুকি মূলত রাজ্যের অন্তর্গত এলপিজি গ্রাহকদের জন্য প্রযোজ্য, যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY) এর অন্তর্ভুক্ত, তারাও এই সুবিধা পাবেন, এটি রাজ্য সরকারের নিজস্ব ভর্তুকি, কেন্দ্রীয় সরকারের স্কিমের অতিরিক্ত। মুলত রাজস্থান সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই রাজ্যের নাগরিকদের জন্য।
কিভাবে এই LPG ভর্তুকি পাওয়া যাবে?
- যারা ব্যাংকের মাধ্যমে সাবসিডি পেয়ে থাকেন, তাদের অ্যাকাউন্টেই সরাসরি ২৭৫ টাকা ফেরত আসবে।
- বাকি গ্রাহকদের ক্ষেত্রে রাজ্য সরকার একটি আলাদা পদ্ধতির মাধ্যমে এই ভর্তুকি পৌছে দেবে।
- ভর্তুকি পাওয়ার জন্য গ্রাহকদের আধার ও ব্যাংক লিঙ্কিং নিশ্চিত করতে হবে।
বর্তমান গ্যাসের দাম এবং প্রভাব
- গৃহস্থদের মাসিক খরচ কমাবে।
- রান্নার খরচ নিয়ন্ত্রণে রাখবে।
- অর্থনৈতিক চাপ কিছুটা কমাবে।
রাজ্য সরকারের উদ্দেশ্য কী?
- মূল্য বৃদ্ধির সময় সাধারণ মানুষের পাশে দাড়ানোর একটি প্রয়াস।
- সামাজিক সুরক্ষার একটি অংশ।
- রান্নার গ্যাস ব্যবহারে উৎসাহ দেবে এবং গ্রামীণ এলাকায় কাঠ-জ্বালানির ব্যবহার কমাবে।
- ভর্তুকি ব্যবস্থায় স্বচ্ছতা আনা হবে
- সরকার জানিয়েছে, পুরো ভর্তুকি প্রক্রিয়াটি স্বচ্ছ রাখার চেষ্টা করা হচ্ছে।
এই LPG ভর্তুকির মূল বৈশিষ্ট্য
- ডিজিটাল পদ্ধতিতে ভর্তুকি প্রদান
- ভুয়ো গ্রাহক শনাক্ত করে বাদ দেওয়া
- নিয়মিত পর্যালোচনা এবং মনিটরিং
গ্রাহকদের জন্য জরুরি পরামর্শ
নিজের LPG একাউন্টে আধার লিঙ্ক করা আছে কি না, তা যাচাই করুন, ব্যাংক একাউন্টও আধারের সাথে লিঙ্ক করুন, নিয়মিত গ্যাস বুকিংয়ের রসিদ ও তথ্য সংরক্ষণ করুন। আর এই রান্নার গ্যাস সিলিন্ডারে ভর্তুকি বৃদ্ধির খবর শুধুমাত্র রাজস্থান রাজ্যের মানুষদের জন্য। এই রকমের সিদ্ধান্ত কি বাকি সকল রাজ্য সরকারকেও নিজেদের নাগরিকদের জন্য নেওয়া উচিত?
আরও পড়ুন:- নামমাত্র মূল্যে দার্জিলিং-সিকিম ঘুরতে যেতে চান ? এইভাবে প্ল্যান করুন