Bangla News Dunia, Pallab : রাজ্যের সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য সুসংবাদ! রাজ্য সরকার এবছরও উৎসব বোনাস ও ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য অর্থদপ্তর মঙ্গলবার এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা প্রকাশ করেছে।
আরও পড়ুন : ভোটার কার্ডে Adhaar লিংক সবাইকে আবার করতে হবে ! জানুন কবে থেকে
উৎসব বোনাস: কর্মীদের জন্য বিশেষ সুবিধা
সরকারি কর্মচারীদের জন্য এবছর উৎসব বোনাসের পরিমাণ ৬,৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে ক্যাজুয়াল কর্মীরাও, যাঁরা বছরে অন্তত ১২০ দিন কাজ করেছেন, তাঁরা সর্বোচ্চ ৬,৮০০ টাকা পর্যন্ত উৎসব বোনাস পাবেন। গত বছর এই পরিমাণ ছিল ৬,০০০ টাকা, যা এবছর ৮০০ টাকা বৃদ্ধি করা হয়েছে।
পেনশনভোগীদের উৎসব ভাতা বৃদ্ধি
সরকারি পেনশনভোগীরা এবছর ৩,৫০০ টাকা উৎসব ভাতা পাবেন, যা গত বছরের ৩,২০০ টাকা থেকে বৃদ্ধি করা হয়েছে। শুধু সাধারণ পেনশনভোগীরাই নন, বরং ফ্যামিলি পেনশনভোগী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত পেনশনভোগী,পঞ্চায়েত ও পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীরাও এই সুবিধা পাবেন।
সরকারি সংস্থার কর্মীদের জন্য এক্সগ্রেশিয়া বোনাস
সরকারি সংস্থার কর্মীদের জন্যও উৎসব বোনাস বা এক্সগ্রেশিয়া বোনাসের ব্যবস্থা করা হয়েছে। এই বোনাসের সর্বোচ্চ পরিমাণ ৬,৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।