সুনীতাদের ফিরিয়ে আনতে স্পেস স্টেশনে পৌঁছাল মহাকাশযান, কবে পা পৃথিবীতে ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : নয় মাস ধরে মহাকাশে আটকে থাকার পর অবশেষে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর। তাঁদের ফিরিয়ে আনতে মিশন ক্রিউ-১০-এর উদ্যোগ নিয়েছে নাসা ও ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স।

আরও পড়ুন : গরমে সুস্থ থাকতে কোন সুপারফুড খাবেন ও কি এড়াবেন? জানতে বিস্তারিত পড়ুন

মহাকাশচারীদের ফিরিয়ে আনতে ফ্যালকন-৯ রকেটে ড্রাগন স্পেস ক্র্যাফ্ট পাঠানো হয়েছে। শনিবার ভোরে নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এর উদ্দেশে পাড়ি দিয়েছে ওই রকেট। ইতিমধ্যে তা মহাকাশ স্টেশনে পৌঁছে গিয়েছে।

ভারতীয় সময় অনুযায়ী, রবিবার সকাল ৯টা ৩৫ মিনিটে রকেটটি মহাকাশ স্টেশনে পৌঁছেছে। এখন পর্যন্ত সমস্ত প্রক্রিয়া ঠিকঠাক ভাবে সম্পন্ন হয়েছে বলে নাসা সূত্রে খবর। এই অভিযানে সুনীতা এবং বুচকে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। ন’মাস ধরে তাঁরা মহাকাশে আটকে আছেন।

আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন

স্পেসএক্সের ক্রিউ-১০-এ মহাকাশে গিয়েছেন আরও চার মহাকাশচারী। তাঁদের মধ্যে আছেন নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ।

নাসা সূত্রের খবর, গন্তব্যে পৌঁছে গেলেই মহাকাশযানের দরজা খুলে যায় না। এজন্য ঘণ্টাখানেক সময় লেগেছে। আগামী বুধবার সুনীতাদের নিয়ে পৃথিবীর উদ্দেশে রওনা হবে স্পেসএক্সের মহাকাশযান।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন