সুপ্রিম কোর্টে ধাক্কা এয়ারটেল, ভিআই–এর, জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বকেয়া পেমেন্ট কমবে বলে আশা করে সুপ্রিম কোর্টে গিয়েছিল ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়া (ভিআই)–এর মতো টেলিকম সংস্থাগুলি। কিন্তু, দেশের শীর্ষ আদালত তাদের নিরাশ করেছে।

২০১৯ সালে অক্টোবরে টেলিকম সংস্থাগুলির অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ (এজিআর) বকেয়া সংক্রান্ত মামলায় রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। ওই রায়ে সুপ্রিম কোর্ট টেলিকম সংস্থ গুলিকে ১.৪৭ লক্ষ কোটি টাকা সরকারকে দেওয়ার নির্দেশ দিয়েছিল।

টেলিকম দপ্তরের করা বকেয়া এজিআর–এর হিসেবে ত্রুটি রয়েছে বলে দাবি করে পুনরায় হিসেব করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল টেলিকম সংস্থাগুলি। কিন্তু, ২০২১ সালে তা খারিজ করে দেয় শীর্ষ আদালত।

২০২১ সালের রায় রিভিউ করার জন্য সুপ্রিম কোর্টে একাধিক পিটিশন দাখিল করেছিল টেলিকম সংস্থাগুলি। সেই সমস্ত রিভিউ পিটিশন শুক্রবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই সিদ্ধান্তের পরে সংস্থাগুলির কাছে আরও কোনও আইনি লড়াইয়ের সুযোগ থাকল না বলে মনে করা হচ্ছে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি অভয় এস. ওকা এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ বলেছে, ‘আমরা রিভিউ পিটিশনগুলি মনোযোগ সহকারে খতিয়ে দেখেছি। আমাদের মতে, ২০২১ সালের ২৩ জুলাই যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা পর্যালোচনা করার কোনও জায়গা নেই। সেই কারণে রিভিউ পিটিশনগুলি খারিজ করা হলো।’

এ দিন সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেই ভিআই ও ভারতী এয়ারটেল–এর শেয়ারদর পড়ে যায়।

এ দিকে সূত্রের খবর, রিভিউ পিটিশনগুলি খারিজ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কিউরেটিভ পিটিশন দাখিল করার কথা বিবেচনা করছে টেলিকম সংস্থাগুলি।

এজিআর বকেয়ার হিসেবে সরকারের তরফে ‘ভুল’ রয়েছে বলে দাবি করে টেলিকম সংস্থাগুলির বক্তব্য, তাদের দেওয়া পেমেন্ট বকেয়া এজিআর হিসেব করার সময় বিবেচনা করা হয়নি। এর ফলে তাদের প্রায় ২৫ হাজার কোটি টাকা বেশি দিতে হবে বলে রিভিউ পিটিশনে জানিয়েছিল ভিআই।

উল্লেখ্য, এজিআর খাতে বকেয়া বাবদ সবথেকে বেশি অর্থ দিতে হবে ভিআই–কে। টানা লোকসানে চলা সংস্থাটি ইতিমধ্যেই এজিআর–এর বিপুল বকেয়ার ভার কিছুটা লাঘব করতে কেন্দ্রকে অংশীদারিত্ব দিয়েছে।

আরও পড়ুন:- ১০৪ বছরের জন্মদিনে জেলে গেলেন বৃদ্ধা, জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন:- এ শহরের একটাও বাড়ি কংক্রিটের নয়, যা দিয়ে তৈরি তা শুনে বিশ্বাস হবেনা

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন