সুপ্রিম রায় অবমাননা করেছেন মমতা ! নোটিশ পাঠালেন আইনজীবী

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : চাকরি বাতিল ইস্যুতে সুপ্রিম কোর্টের (Supreme Court) রায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) মন্তব্যে আদালত অবমাননার অভিযোগ উঠল। এনিয়ে মুখ্যমন্ত্রীকে আদালত অবমাননার নোটিশ পাঠালেন আইনজীবী।

নিয়োগ দুর্নীতির অভিযোগে গত বৃহস্পতিবার এসএসসির ২০১৬ সালের (SSC 2016) পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এর জেরে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। এই পরিস্থিতিতে গত ৭ এপ্রিল নেতাজি ইন্ডোরের সভা থেকে একাধিক মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ওইদিনের একাধিক মন্তব্য নিয়ে এবার আদালত অবমাননার অভিযোগ উঠল। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছেন আইনজীবী সিদ্ধার্থ দত্ত।

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। এক্স হ্যান্ডলে পোস্টে তাঁর বক্তব্য, ‘মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস দিলেন এক আইনজীবী।
1) SSCর রায়ের চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে চাকরিসুরক্ষার চেষ্টা করছেন, তাতে জটিলতা তৈরি করে প্রক্রিয়ার গতি কমানোর চক্রান্ত। চাকরিহারারা কী চান? মুখ্যমন্ত্রীর চেষ্টা সফল হোক, আপনাদের চাকরি বাঁচুক; নাকি এসব আইনি জট পাকানোর চক্রান্তকারীরা জটিলতা বাড়াক। অবস্থান নিন আপনারা।
2) রামবাম ভোটে পারে না, কোর্টে জট পাকায়।
3) মুখ্যমন্ত্রী বিচারব্যবস্থায় সম্পূর্ণ আস্থা রাখেন। বিচারপতিদের সম্মান দেন। কিন্তু কোনো রায়ে ন্যায়বিচার না হলে বা বহু মানুষের ক্ষতি হলে, সেই অংশ নিয়ে দ্বিমত পোষণ করে পুনর্বিবেচনার কথা বলেন। এর সঙ্গে আদালত অবমাননার কোনো সম্পর্ক নেই। মনে রাখবেন, বিচারপতি চাকরি ছেড়ে বিজেপির সাংসদ হতে গেলেও সাধারণ মানুষের চোখে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে।’

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন