Bangla News Dunia, Pallab : এসএসসি (SSC Case) বিজ্ঞপ্তি নিয়ে সুপ্রিম কোর্টেও (Supreme Court) স্বস্তি পেল রাজ্য সরকার। শীর্ষ আদালত এদিন বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ না করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কেই বহাল রাখে। অর্থাৎ এদিনের রায়ের পর এসএসসির তরফে নতুন নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে আর কোনও বাধা রইল না। এসএসসি নতুন বিজ্ঞপ্তি নিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। সেই মামলায় উচ্চ আদালতের সিঙ্গল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চের তরফে নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি ও বিধিকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় যাবতীয় আবেদন খারিজ করে দেওয়া হয়। কলকাতা হাইকোর্টের সেই রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন : গলায় মাছের কাঁটা আটকে গেলে খুব সহজে চটজলদি বের হবে, জেনে রাখুন গোপন ট্রিকস
সোমবার স্কুল সার্ভিস কমিশনের মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘নতুন বিজ্ঞপ্তিতে অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর অতিরিক্ত দেওয়া হয়েছে৷ শীর্ষ আদালতের রায়ে বলা হয়েছিল, অযোগ্যদের বেতনের টাকা ফেরত দিতে হবে৷ তাঁরা কোনওভাবেই নিযুক্ত হতে পারবেন না।’ পালটা বিচারপতির বক্তব্য, ‘এসএসসি নিজেদের মতো করে স্ট্যান্ডার্ড তৈরি করতে পারে৷ আপনারা অর্ডার টুইস্ট করছেন কী করে? যাঁদের শিক্ষকতার অভিজ্ঞতা আছে, তাঁদের ক্ষেত্রে আপনাদের সমস্যা কোথায়?’
এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে আগ্রহী নয় বলেও জানিয়ে দেয়৷ স্পেশাল লিভ পিটিশন নিয়ে আদালত এদিন মামলাকারীদের আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে ভর্ৎসনাও করেন। তিনি বলেন, ‘এসএলপিজ আর নট গ্যাম্বেল। এটা বাজে প্র্যাকটিস। এটা বন্ধ করতে হবে৷ আপনারা সুপ্রিম কোর্টে নিজেদের ভাগ্য পরীক্ষা করে অন্য কোর্টে যাবেন। এটা বন্ধ করতে হবে৷ মামলা খারিজ করা হচ্ছে৷’
আরও পড়ুন : Credit Card ব্যবহার করেন? এই ভুলগুলো করলেই বাড়বে সমস্যা। জেনে রাখুন
আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর