সুরাপ্রেমীদের জন্য বিরাট দুঃসংবাদ দিল মোদী সরকার !

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , পল্লব : সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ। আরও দামি হচ্ছে মদ। বুধবার বাজেট পেশ করে এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি জানান, রাজস্ব আয় বাড়াতে এবার অ্যালকোহলিক পানীয়ের উপর ১০০ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সব ধরনেরই মদের দাম বাড়ছে।

আরো পড়ুন :- আসলে কে ছিলেন গুমনামি বাবা ? রহস্যের অন্তরালে

করোনা মহামারীর সময় দেশজুড়ে লকডাউন চলাকালীন বন্ধ ছিল মদের দোকানও। সেই সময় মদ না পেয়ে সুরাপ্রেমীদের অনেকের আত্মহত্যার খবর প্রকাশ্যে এসেছিল। আবার দীর্ঘদিন বাদে মদের দোকান খুলতেই প্রতিটি দোকানের রীতিমতো লাইন পড়ে গিয়েছিল। সেই সময় বিভিন্ন রাজ্যের সরকারও রাজস্ব বাড়াতে মদের উপর কর বাড়িয়ে দেয়। যদিও তার বিশেষ প্রভাব পড়েনি সুরাপ্রেমীদের উপর। মদের দোকানের লম্বা লাইন খুব একটা কমেনি।

আরো পড়ুন :- নতুন প্রজন্মের নেতা তৈরি করতে তৎপর মোদী ! তৈরি হচ্ছে নয়া ফর্মুলা

রাজ্যের কোষাগারে রাজস্বের হারও বাড়তে থাকে। এবার কেন্দ্রীয় বাজেটে সমস্ত ধরনের অ্যালকোহলিক পানীয়ের উপর ১০০ শতাংশ সেস বসানোর কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, তা গত কয়েক বছরে ঘটেনি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সমস্ত ধরনের অ্যালকোহলিক পানীয়ের উপর কেন্দ্রের ১০০ শতাংশ সেস বাড়ানোর ঘটনা বিশেষ তাৎপর্যমূলক বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, এবারের বাজেট সুরাপ্রেমীদের পাশাপাশি ধূমপায়ীদের জন্যও দুঃসংবাদ এনেছে। সিগারেটেরও শুল্ক বাড়ানো হয়েছে ১৬ শতাংশ। ফলে সিগারেটেরও দাম বাড়ছে। তবে মদ, সিগারেটের দাম বাড়লেও নির্মলা সীতারমনের ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট ঐতিহাসিক এবং মধ্যবিত্তের জন্য স্বস্তিদায়ক বলেই জানাচ্ছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

আরো পড়ুন :- BIG NEWS : শুভেন্দুকে তীব্র আক্রমণ মমতার হেভিওয়েট মন্ত্রীর

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন