Bangla News Dunia, দীনেশ :- সুরাপ্রেমীদের জন্য সুখবর। আমেরিকান বারবন হুইস্কির উপর ৫০ শতাংশ শুল্ক কমাল ভারত। ১৩ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাজস্ব দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তাতে বলা হয়েছে, বারবন হুইস্কির আমদানিতে এবার থেকে ১০০ শতাংশ শুল্ক নেওয়া হবে। আগে শুল্কের পরিমাণ ছিল ১৫০ শতাংশ।
ভারত সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে আমেরিকান পণ্যের উপর অতিরিক্ত কর নেওয়া হয় বলে একাধিকবার অভিযোগ করেছেন ট্রাম্প। মসনদে ফিরেই তিনি শুরু করে দিয়েছেন ‘শুল্ক যুদ্ধ’। তিনি স্পষ্ট জানিয়েছেন, যে দেশ আমেরিকার পণ্যে যত কর নেবে, সেই দেশের পণ্যেও তত কর চাপাবেন তাঁরা।
আরো পড়ুন :- ৫০ টাকার এই নোট থাকলেই পাবেন ৭ লক্ষ টাকা, জানুন কীভাবে বিক্রি করবেন
ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠক হয়েছে ১৪ ফেব্রুয়ারি। বৈঠকে শুল্কের বিষয়ে তাঁদের আলোচনা হয়েছে। তার ঠিক আগের দিন অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি কেন্দ্রের তরফে বারবন হুইস্কি থেকে কর তুলে নেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে বিজ্ঞপ্তির কথা প্রকাশ্যে এসেছে শুক্রবার।
আরো পড়ুন :- যৌ’নতার সম্পর্ক না হওয়া পর্যন্ত পরপুরুষের সঙ্গে প্রেম পরকীয়া নয় !
বারবন হুইস্কি আমেরিকার পাশাপাশি ভারতেও অত্যন্ত জনপ্রিয়। ভুট্টার দানা দিয়ে তৈরি মিষ্টি স্বাদের এই হুইস্কি থেকে এতদিন ১৫০ শতাংশ শুল্ক নেওয়া হত। এখন থেকে তা ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হল। এবার থেকে এই হুইস্কির উপর ১০০ শতাংশ শুল্ক নেওয়া হবে। তবে আমেরিকা থেকে আমদানি করা অন্য কোনও মদের উপর শুল্ক কমানো হয়নি।
আরো পড়ুন :- ‘দেশের শ্রমিকরা কাজ করতে চায় না’, ফের বিতর্কিত মন্তব্য L&T প্রধানের
আরো পড়ুন :- থাকছেন না ‘অপয়া’ আম্পায়ার ! ICC-র সিদ্ধান্তে চ্যাম্পিয়নস ট্রফিতে বাড়তি সুবিধা পাবে ভারত ?