Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্তে ইতি টানছে সিবিআই ৷ আদালতে চূড়ান্ত রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সেই রিপোর্ট অনুযায়ী, পাঁচ বছর আগে নিজের জীবন শেষ করতে চরম পদক্ষেপ করেছিলেন ওই বলিউড অভিনেতা স্বয়ং এবং তদন্তে তাঁর মৃত্যুতে কোনও রকম ষড়যন্ত্রের প্রমাণ পায়নি সিবিআই । সুশান্তকে চরম পদক্ষেপ করতে বাধ্য করা হয়েছে, এমন কোনও প্রমাণও সিবিআই খুঁজে পায়নি বলে সূত্রের খবর ৷ তাই এই মামলায় রিয়া চক্রবর্তীকে ক্লিনচিট দেওয়া হয়েছে ।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় চূড়ান্ত রিপোর্ট পেশ করার জন্য শনিবার সিবিআইকে ধন্যবাদ জানিয়েছেন রিয়া চক্রবর্তীর আইনজীবী ৷ তিনি মামলার সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার জন্যও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রশংসা করেছেন । সিবিআই মুম্বইয়ের একটি বিশেষ আদালতের সামনে তদন্তের অন্তিম রিপোর্ট জমা দিয়েছে ৷ এরপর আদালত সিদ্ধান্ত নেবে রিপোর্টটি গ্রহণ করবে নাকি সিবিআইকে আরও তদন্তের নির্দেশ দেবে ।
আরও পড়ুন:- বাড়িতে উইন্ডো এসি লাগাবেন নাকি স্প্লিট এসি? কিভাবে বুঝবেন, জানুন
2020 সালের 14 জুন মুম্বইয়ের শহরতলির বান্দ্রায় তাঁর অ্যাপার্টমেন্টের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় সুশান্ত সিং রাজপুতের দেহ উদ্ধার হয় । সেসময় তাঁর বয়স ছিল 34 । এই ঘটনায় তোলপাড় পড়ে যায় সারাদেশে ৷ অভিনেতার মৃত্যুকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয় ৷ মুম্বইয়ের কুপার হাসপাতালে ময়নাতদন্ত করা হয় তাঁর । সুশান্তের পোস্টমর্টেম রিপোর্টে শ্বাসরোধে মৃত্যুর কারণ বলে উল্লেখ করা হয় ।
অভিনেতার মৃত্যুর ঘটনায় পাটনায় তাঁর বাবা কেকে সিং আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতে সিবিআই বিহার পুলিশের কাছ থেকে তদন্তের দায়িত্বভার গ্রহণ করে ৷ বিহার পুলিশের কাছে সুশান্তের বাবা অভিযোগ করেছিলেন, রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারের সদস্যরা ছেলের অর্থের অপব্যবহার করেন ৷ যদিও অভিযোগটি টেলিভিশন সাক্ষাৎকারে অস্বীকার করেন রিয়া ।
উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুত টেলিভিশন দিয়ে বিনোদন জগতে তাঁর কেরিয়ার শুরু করেন ৷ তাঁর প্রথম ধারাবাহিক ছিল কিস দেশ মে হ্যায় মেরা দিল । তবে তিনি একতা কাপুরের পবিত্র রিশতা সিরিয়াল থেকে সকলের কাছে পরিচিতি লাভ করেন ৷ যেখানে তাঁর বিপরীতে ছিলেন অঙ্কিতা লোখাণ্ডে ৷ তাঁদের পর্দায় প্রেম পরবর্তীতে বাস্তবে গড়ায় ৷ যদিও কিছু বছর পর দুজনে সেই সম্পর্কে ইতি টানেন ৷
এরই মাঝে সুশান্ত সিং রাজপুত বড়পর্দায় পা রাখেন ৷ কাই পো চে, এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি, শুদ্ধ দেশি রোমান্স, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী, ছিঁছোরে এবং দিল বেচারার মতো ছবিতে কাজ করেন তিনি । তবে এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরিতে মহেন্দ্র সিং ধোনির চরিত্রে অভিনয় তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয় । অভিনেতাকে শেষ দেখা গিয়েছিল পরিচালক মুকেশ ছাবরার ছবি দিল বেচারায় সঞ্জনা সাঙ্ঘির বিপরীতে । যেটি ছিল দ্য ফল্ট ইন আওয়ার স্টারস উপন্যাসের অফিসিয়াল রিমেক । ছবিটি ওটিটি-তে মুক্তি পায় ।
আরও পড়ুন:- ঘুমের সঙ্গে রয়েছে ক্যানসারের যোগ ! কি জানালেন চিকিৎসক ?
আরও পড়ুন:- পথ দুর্ঘটনায় সাহায্য করতে কি এগিয়ে আসেন বাংলার মানুষ? জানুন সমীক্ষা কি বলছে