সুস্থ ভাবে জীবনযাপন করতে চান ? মেনে চলুন কিছু বাস্তু টিপস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : সুস্থ থাকলে সমস্ত স্বপ্ন পূরণ করা যায়। স্বাস্থ্য ভালো না-থাকলে সমস্যায় পড়তে হয়। নানান দুশ্চিন্তা ঘিরে থাকে জীবনে। সুস্থ থাকার জন্য ব্যক্তি খাওয়া-দাওয়ার যত্ন নেওয়া থেকে শুরু করে ব্যায়াম করা ইত্যাদি নানান কাজ করে থাকে। বাস্তু শাস্ত্রেও এমন কিছু উপায় সম্পর্কে জানানো রয়েছে, যা ব্যক্তির উন্নত স্বাস্থ্য লাভের স্বপ্ন পূরণ করে। এখানে এমন কিছু বাস্তু টিপস দেওয়া রইল যার সাহায্যে নিজের স্বাস্থ্য উন্নত করতে পারবেন—

১. বাস্তু মতে ঘরে কখনও পুরনো ও অপ্রয়োজনীয় জিনিস একত্রিত করবেন না। ঘরে নেতিবাচক শক্তির সঞ্চার হয়।

২. ঘর বদ্ধ হওয়া উচিত নয়। আবার বিছানার সামনে আয়না রাখাও উচিত নয়। এমন হলে ওই পরিবারের সদস্যদের স্বাস্থ্য দুর্বল থাকতে পারে।

৩. বাড়ির প্রবেশদ্বারের সামনে গর্ত বা কাদা থাকলে মানসিক রোগ হতে পারে। প্রবেশদ্বারের সামনে গর্ত থাকলে তাতে মাটি ভরে দিন। লক্ষ্য রাখবেন যাতে প্রবেশ দ্বারের সামনে নোংরা, আবর্জনা না-থাকে।

৪. খেতে বসলে মুখ যেন পূর্ব বা উত্তর দিকে থাকে। ফলে হজম শক্তি ভালো হবে এবং ব্যক্তি সুস্থ থাকবে।

৫. বাড়িতে কোনও বড় গাছ বা পোস্ট থাকলে এবং তাঁর ছায়া যদি বাড়ির ওপর পড়ে তা হলে বাস্তুদোষের কারণ হয়ে দাঁড়ায়। দোষ দূর করার জন্য বাড়ির প্রবেশদ্বারে স্বস্তিক চিহ্ন বানানো উচিত।

৬. দক্ষিণ-পূর্ব কোণে নিয়মিত লাল রঙের বাল্ব বা মোমবাতি জ্বালালে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে।

৭. সকালে ঘুম থেকে উঠে দরজা-জানালা খুলে দিন। সূর্যরশ্মি স্বাস্থ্যের পক্ষে উপকারী। বাস্তু মতে, দুপুরের সময় বাড়ির দক্ষিণ দিকের দরজা, জানালায় পর্দা দিয়ে রাখা উচিত। গাঢ় রঙের পর্দা লাগাবেন।

৮. ঘুমানোর সময়ও বাস্তু নিয়ম মেনে না-চললে সমস্যা দেখা দিতে পারে। ঘুমানোর সময় মাথা উত্তর ও পা দক্ষিণে রেখে ঘুমানো উচিত নয়। মাথাব্যথা, অনিদ্রার মতো সমস্যা দেখা দেয়। ঘুমানোর দিক মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব বিস্তার করে।

৯. বাস্তু মতে উচ্চরক্তচাপের রোগীদের দক্ষিণ-পূর্বের শয়নকক্ষে থাকা উচিত নয়। এটি আগ্নেয় কোণ। তাই উচ্চ রক্তচাপের রোগীরা এই দিকে বাস করলে তাঁদের সমস্যা বাড়তে পারে।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন