সুস্বাস্থ্য পেতে চান ? মেনে চলুন বাস্তু টিপস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : সুস্বাস্থ্য ও সুন্দর জীবন যাপনের ইচ্ছা থাকলেও অনেকে নানা রোগে ভোগেন। চিকিৎসা সত্ত্বেও কিছু রোগ ব্যক্তির পিছু ছাড়ে না। অনেক সময় বাস্তু দোষের কারণে পরিবারের সদস্যদের রোগ জ্বালা লেগেই থাকে। তাই সঠিক ভাবে বাস্তু নিয়মের পালন করলে শারীরিক ও মানসিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং সুস্থ থাকবেন। দেখুন একনজরে —–

১. বাস্তু শাস্ত্রে পূর্ব ও উত্তর দিকের হাল্কা ও নীচু হওয়া এবং দক্ষিণ ও পশ্চিম দিক ভারী ও উঁচু হওয়াকে শুভ মনে করা হয়। পূর্ব দিকে ভারী নির্মাণ হলে এবং পশ্চিম দিক খালি থাকলে ব্যক্তি অনিদ্রার শিকার হয়। উত্তর দিকে ভারী কিছু থাকলে কিন্তু দক্ষিণ ও পশ্চিম দিক খালি থাকলে ঘুমের সমস্যা দেখা দিতে পারে।

২. পরিবারের কর্তা যদি অগ্নিকোণ বা উত্তরে মাথা ও দক্ষিণে পা রেখে ঘুমালেও অনিদ্রা , মাথাব্যথা, মাথা ঘোরার মতো সমস্যা দেখা দিতে পারে। ফলে সারাদিন ক্লান্তি থাকবে। ধন আগমন ও সুস্বাস্থ্যের জন্য দক্ষিণ বা পূর্ব দিকে পা রেখে ঘুমানো শুভ মনে করা হয়।

৩. দক্ষিণ-পশ্চিম দিকে প্রবেশ দ্বার অথবা খালি স্থান থাকা শুভ নয়। বাস্তু অনুযায়ী এর ফলে হার্ট অ্যাটাক, প্যারালিসিস, হাড় ও স্নায়ু রোগ সম্ভব। এই সমস্ত স্থানে প্রবেশদ্বার বা খালি স্থান ছাড়বেন না।

৪. রান্নাঘরে রান্না করার সময় গৃহকর্ত্রীর মুখ দক্ষিণ দিকে থাকলে ত্বক, হাড়ের রোগ দেখা দিতে পারে। দক্ষিণ দিকে মুখ করে রান্না করলে নানা সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব দিকে মুখ করে রান্না করা স্বাস্থ্যের জন্য ভালো।

৫. দেওয়ালের রঙ কালো বা গাঢ় নীল হলে পেটে গ্যাস, হাতে-পায়ে ব্যথা হয়। বাড়িতে কমলা বা হলুদ রঙ করালে রক্তচাপ, গাঢ় লাল রঙের ফলে দুর্ঘটনা ঘটতে পারে। ভালো স্বাস্থ্যের জন্য দেওয়ালের দিক অনুযায়ী হাল্কা এবং সাত্বিক রঙ প্রয়োগ করা উচিত।

৬. দেওয়ালে কখনও ফাটল থাকা উচিত নয়। রঙ ফিকে হলে, দাগ-ছোপ থাকলেও গাঁটের ব্যথা, কোমর ব্যথা, সায়টিকার মতো সমস্যা দেখা দিতে পারে।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন