Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- ১৬ জুলাই, সূর্য কর্কট রাশিতে গমন করেছে। জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহের রাজা হিসেবে বিবেচনা করা হয়। সূর্যকে পিতা, আত্মা, সম্মান এবং সাহসের কারক হিসেবে বিবেচনা করা হয়। ১৬ জুলাই সূর্য মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গমন করবে।
কর্কট রাশির অধিপতি চন্দ্র। কর্কট রাশিতে সূর্যের গোচর ১২টি রাশির উপর প্রভাব ফেলবে। সূর্যের রাশি পরিবর্তনের ফলে কর্কট এবং সিংহ রাশি সহ ৫টি রাশি শুভ ফল পাবে। এই সময়ে, এই রাশির জাতকদের জীবনে শুভ পরিবর্তন আসবে। জেনে নিন কোন রাশির জাতকরা সূর্য গোচরের সুবিধা পাবেন।
কর্কট রাশি :- সূর্যের কর্কট রাশিতে প্রবেশ মানে নিজস্ব রাশিতে অবস্থান, তাই কর্কট রাশিদের জন্য এটি বিশেষভাবে শুভ। এই সময় তাদের কর্মজীবনে সাফল্য, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বৃদ্ধি পাবে। পরিবারিক ও আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে।
সিংহ রাশি :- কর্কটের সঙ্গে সিংহ রাশি সমপজ্জ, তাই সিংহ রাশির জাতক-জাতিকারা নতুন সুযোগ, সৃজনশীলতা ও সামাজিক মর্যাদায় উন্নতি লাভ করবে। সৃজনশীল কাজে সফলতা আসবে।
কন্যা রাশি :- কর্কট পরবর্তীতে কন্যা রাশির দিকে যাত্রা শুরু করায়, কন্যা রাশির মানুষেরা নিজের কাজকর্মে নতুন উদ্যম ও সুযোগ পাবে। পরিশ্রমের ফল মিলবে।
সূর্য কর্কট রাশিতে অবস্থান করলে কর্কট, সিংহ ও কন্যা রাশির জাতকদের জন্য সমৃদ্ধি, নতুন পরিকল্পনা শুরু ও ব্যক্তিগত জীবনে প্রগতির সময় বলে ধরা হয়। অন্যদিকে, মিথুন থেকে কর্কট রাশিতে সূর্যের পরিবর্তন অন্য রাশিদের জন্যও সতর্কতা এবং নতুন পরিকল্পনার সময়।
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————————–
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , দক্ষিনেশ্বর , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়।