সূর্য কেন পশ্চিম দিকে ওঠে না? জেনে রাখুন, হেব্বি মজা পাবেন!

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- হাসি-ঠাট্টা করা শুধুমাত্র আশেপাশের পরিবেশকে হালকা এবং মনোরম রাখে না, তবে ব্যক্তির মনও শান্ত ও খুশি থাকে। সেই সঙ্গে স্বাস্থ্য বিশেষজ্ঞরাও সবসময় হাসতে পরামর্শ দেন। আপনিও যদি নিজেকে ফিট রাখতে চান, তাহলে প্রতিদিন মজার জোকস পড়ুন।

> এক লোক তার ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন, আমাকে একজন ১০০০ টাকার এক নোট দিয়ে চলে গেছে। এখন আমি এই নোট কীভাবে ব্যবহার করতে পারি। কেউ পরামর্শ দিলে উপকৃত হব।
কমেন্টকারী: ভাই রেখে দেন, পাত্রী দেখতে গিয়ে দিয়ে আসবেন।

> শিক্ষক: বলো তো পল্টু, সূর্য পশ্চিম দিকে ওঠে না কেন?
বল্টু: আমি পরীক্ষায় পাস করি না বলে।
শিক্ষক: কেন?
বল্টু: মা বলেছেন, আমি যেদিন পাস করবো, সেদিন নাকি সূর্য পশ্চিম দিকে উঠবে।

আরও পড়ুন:- ‘ভূতুড়ে ভোটার’ তাড়াতে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, জানতে বিস্তারিত পড়ুন

> দুই বন্ধু গেছেন শিকারে। এমন সময় তারা বাঘের পায়ের ছাপ আবিষ্কার করলেন। ফিসফিস করে এক বন্ধু বললেন অপরজনকে, ‘তুই পায়ের ছাপ ধরে সামনে গিয়ে দেখ, বাঘটা কোথায় গেল। আমি পেছনে গিয়ে দেখে আসি, বাঘটা কোথা থেকে এলো!’

> ডাক্তারের চেম্বারে রোগী এসেছেন। সমস্যার কথা বললেন। শুনে এবার ডাক্তার রোগীকে বলছেন—
ডাক্তার: আপনি যদি আমার ওষুধ খান সুস্থ হলে আমায় কী পুরস্কার দেবেন?
রোগী: স্যার, আমি খুব গরিব মানুষ।
ডাক্তার: সমস্যা নেই, আপনার যা সামর্থ আছে, তা-ই দেবেন।
রোগী: স্যার, আমি মানুষের কবর খুঁড়ি। আপনারটা বিনা পয়সায় খুঁড়ে দেবো।

> শিক্ষক: তুহিন বলো তো, পৃথিবীর সবচেয়ে বোকা প্রাণির নাম কী?
তুহিন: স্যার, গরু হচ্ছে পৃথিবীর সবচেয়ে বোকা প্রাণি।
শিক্ষক: কীভাবে?
তুহিন: স্যার, গরু নিজে জল খায়, আর দুধ দেয় মানুষকে।

> বিউটি পার্লারের গেটের পাশে সাইনবোর্ড লাগানো—
‘এই পার্লারের গেট দিয়ে কোনো সুন্দরী মেয়েকে বের হতে দেখলে মনের ভুলেও শিস বাজাবেন না।
কেননা সে কিন্তু আপনার ঠাকুমাও হতে পারে!’

> মা মশা বলছে তার সন্তানদের—
মা: তোমরা যদি সারাদিন ভালো আচরণ করো, তাহলে রাতে তোমাদের পিকনিকে নিয়ে যাব।
বাচ্চা: পিকনিকে? কোথায় হবে সেটা?
মা: পাশের জঙ্গলে। একদল ট্যুরিস্ট এসেছে। সারারাত কাটাবে ওখানে।

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)

আরও পড়ুন:- জীবিত মেয়ের শ্রাদ্ধ করলেন বাবা-মা, কারণ জানলে চমকে যাবেন

আরও পড়ুন:- বাইক কতদিন অন্তর সার্ভিস করাবেন? ইঞ্জিন অয়েল কত কিমি অন্তর বদলাতে হয়? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন