Bangla News Dunia , পল্লব : সূর্য ও চন্দ্র গ্রহণের বিশেষ মাহাত্ম্য স্বীকৃত রয়েছে। জ্যোতিষ মতে রাহু সূর্য ও চন্দ্রকে গ্রাস করতে এলে গ্রহণ লাগে। আবার এই দুই গ্রহণের সময় একাধিক সাবধানতা অবলম্বন করা উচিত। স্বাভাবিক ভাবেই মনে প্রশ্ন জাগে যে এ বছর কখন সূর্য গ্রহণ সংগঠিত হবে। জ্যোতিষ অনুযায়ী চলতি বছর ২টি সূর্য গ্রহণ হবে।
আরো পড়ুন :- লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, দারুণ GOOD NEWS দিলেন মমতা
বছরের প্রথম সূর্য গ্রহণ
পঞ্জিকা অনুযায়ী ২০ এপ্রিল বছরের প্রথম সূর্য গ্রহণ সংগঠিত হতে চলেছে। ২০ এপ্রিল সকাল ৭টা ৪ মিনিট থেকে দুপুর ১২টা ২৯ মিনিট পর্যন্ত সূর্য গ্রহণ থাকবে। উল্লেখ্য ২০২২ সালের প্রথম সূর্য গ্রহণও হয়েছিল এপ্রিলের ৩০ তারিখ মাঝরাতে। এই সূর্য গ্রহণ ভারতে দেখা যাবে না, তাই ভারতীয়দের ক্ষেত্রে এর সূতক কাল মান্য হবে না।
আরো পড়ুন :- BREAKING : প্রধানমন্ত্রী মোদির সাথে দ্বিপাক্ষিক বৈঠকে তুর্কির রাষ্ট্রপতি এরদোগান ! কীসের ইঙ্গিত ?
সূর্য গ্রহণে কী কী সাবধানতা অবলম্বন করা উচিত
১. সূর্য গ্রহণের সময় কোনও নির্জন স্থানে যাবেন না। শ্মশানে যাওয়া থেকেও বিরত থাকুন। গ্রহণের সময় নেতিবাচক শক্তির ক্ষমতা বৃদ্ধি পায়। তাই এ ধরনের স্থান এড়িয়ে চলুন।
২. সূর্য গ্রহণে দেব-দেবীর মূর্তি ঢেকে রাখা উচিত। এমনকি গ্রহণ শেষ না-হওয়া পর্যন্ত মূর্তিও স্পর্শ করবেন না। গ্রহণের সময় ঠাকুরঘরের দরজা খুললে বা মূর্তি স্পর্শ করলে পরিবারের সুখ-সমৃদ্ধি চলে যায়।
৩. সূর্য গ্রহণের সময়ে নেতিবাচক শক্তির প্রভাব চরমে থাকে। তাই এই সময়ে কোনও নতুন কাজ শুরু করা থেকেও বিরত থাকুন। তা না-হলে সেই কাজেও অশুভ প্রভাব পড়বে এবং তা সম্পূর্ণ হবে না।
৪. গ্রহণের সময়ে ঘুমাবেন না। সূচে সুতো পরাতে নেই। আবার যাত্রা করা থেকেও বিরত থাকুন।
৫. সূর্য গ্রহণের সময়ে ভুলেও কোনও দরিদ্র ব্যক্তির অপমান করবে না। এর ফলে সূর্য ও শনি উভয় ক্ষুব্ধ থাকতে পারেন।
আরো পড়ুন :- উৎকর্ষ বাংলায় FAKE চাকরির নিয়োগপত্র দেন স্বয়ং মুখ্যমন্ত্রী, বিরাট কেলেঙ্কারি
আরো পড়ুন :- রাজ্যে তৈরি হবে নতুন বিমানবন্দর !
আরো পড়ুন :- হারিয়ে যাওয়া ফোন খুঁজে পেতে নয়া অ্যাপ কেন্দ্রের
আরো পড়ুন :- শিল্পে লগ্নি টানায় প্রথম দশেও নেই বাংলা ! মাথায় হাত মুখ্যমন্ত্রীর
আরো পড়ুন :- সাবধান : একসঙ্গে বহু অ্যাপ BAN করছে সরকার !
আরো পড়ুন :- এই প্রকল্পে ২ কোটি পর্যন্ত ঋণ দিচ্ছেন মমতা, আপনি পেয়েছেন ?
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
আরো পড়ুন :- ‘কোহিনূর প্রভু জগন্নাথ দেবের সম্পত্তি’
আরো পড়ুন :- ৮৭-র বৃদ্ধার শরীরের উপর ঝড় তোলেন ৮৯-এর বৃদ্ধ ! তুমুল সঙ্গম !
আরো পড়ুন :- দেশে বধূ নির্যাতনে শীর্ষে বাংলা
আরো পড়ুন :- বড় খবর : এবার রাজ্যে কচুরিপানা শিল্প ! বড় ঘোষণা সরকারের