Bangla News Dunia, সমরেশ দাস :- ২০২০ সালটা শুরু থেকেই শুরু হয়েছে সমস্ত খারাপ ঘটনা দিয়ে । সেই জানুয়ারী থেকে শুরু হয়েছিল কোবিদ-১৯ যা পরে মহামারী রূপ নিলো আর এখন সারা দেশ তথা ভারত ভুগছে ।
আর মধ্যে হয়ে গেলো আমফন , শেষ হয়ে গেলো কত জায়গা । কবে যে সেগুলি ঠিক হবে কে জানে । আবার হলো নিসর্গ । আবার শেষ হলো কিছু জায়গা । এবারে সূর্য গ্রহণ ।
২১ জুন সূর্যগ্রহণের সাক্ষী থাকতে তৈরি হয়ে যান৷ তবে পূর্ণ নয়, একে বলয়গ্রাস সূর্যগ্রহণ বলছেন বিশেষজ্ঞরা ৷ যা ভারতের আকাশেও দেখা যাবে রবিবার ৷ এদিন সূর্যকে ঢেকে দেবে চাঁদ এবং বার্ষিক এই গ্রহণে পুরো অন্ধকার হয়ে যাবে না৷ তবে তৈরি হবে আগুনের আংটি! ভারতের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে এই গ্রহণ ৷
সকাল ১০ থেকে শুরু হবে এই গ্রহণ যা চলবে ১১.৫০ মিনিট পর্যন্ত এবং সেই সময় প্রায় গোটা সূর্য ঢেকে যাবে চাঁদের ছায়ায়৷ ১ মিনিটের কিছুটা বেশি সময় এই গ্রহণ প্রত্যক্ষ করা যাবে ৷ দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রহণ চাক্ষুস করা গেলেও রাজস্থান, হরিয়ানা এবং উত্তরাখণ্ডে তা খুব স্পষ্ট দেখা যাবে ৷ কলকাতা থেকেও সূর্যগ্রহণের দেখা মিলবে৷ তবে খালি চোখে সূর্যগ্রহণ দেখতে বারণ করেছেন বিশেষজ্ঞরা ৷
অন্যদিকে চেন্নাইয়ের নিউক্লিয়ার অ্যান্ড আর্থ সায়েনটিস্ট ডঃ কে এল সুন্দর কৃষ্ণার দাবি সূর্যগ্রহণ আর করোনা সংক্রমণের সঙ্গে গভীর ভাবে যোগাযোগ রয়েছে ৷ ২১ জুন সূর্যগ্রহণ দিয়ে শেষ হবে করোনার প্রকোপ, দাবি তাঁর ৷
Highlights
১. ২০২০ সালটা শুরু থেকেই শুরু হয়েছে সমস্ত খারাপ ঘটনা দিয়ে । সেই জানুয়ারী থেকে শুরু হয়েছিল কোবিদ-১৯ যা পরে মহামারী রূপ নিলো আর এখন সারা দেশ তথা ভারত ভুগছে
২. কলকাতা থেকেও সূর্যগ্রহণের দেখা মিলবে৷ তবে খালি চোখে সূর্যগ্রহণ দেখতে বারণ করেছেন বিশেষজ্ঞরা
৩. ২১ জুন সূর্যগ্রহণ দিয়ে শেষ হবে করোনার প্রকোপ , এমনটাই দাবি চেন্নাইয়ের নিউক্লিয়ার অ্যান্ড আর্থ সায়েনটিস্ট ডঃ কে এল সুন্দর কৃষ্ণার
#SolarEclipse #FullSolarEclipse