সূর্য গ্রহ আমাদের জীবনে কি প্রভাব দেয় বিস্তারিত জানুন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, জ্যোতিষ গবেষক বিদ্যুৎ ব্যানার্জি :- সূর্য অথাৎ রবি ,  রবি হল প্রকাশ,আত্মা,পিতা,যশ,মান,পদোন্নতি,প্রতিভা,আত্মঅনুভূতি,উচ্চাভিলাষ, আত্মবিশ্বাসী,রাজা,রাজ সন্মান,স্থির স্বভাব,রবি আবার দৃষ্টি শক্তির কারক গ্রহ। রবি এর বিশেষ সহায়তার জন্য আপনার সরকারি জব পাওয়া সম্ভব হয়।

রবি দেহের মস্তক,হৃদয়,মেরুদন্ড,দৃষ্টি ইত্যাদি এর উপর প্রভাব বিস্তার করে।তাই রবি খারাপ থাকলে আপনার মস্তিষ্কের সমস্যা,হার্ট এর সমস্যা,চোখের সমস্যা,রক্তআমাশয় ইত্যাদি হতে পারে। রবি যদি পীড়িত থাকে আপনার মান, সন্মান,জস, পেতে সমস্যা হবে,পিতার জায়গা খারাপ হবে,আপনি ধর্মবিরূপ হতে পারেন।

রবিকে জীবনী শক্তির আধার বলা হয় রবি থেকে আয়ু বিচার ও রোগ বিচার করা হয়।

রবি 3য়,6ম,10 ও 11 স্থানে থাকলে বলবান হয় এবং ভাল ফল প্রদান করে। হটাৎ যশ,সন্মান,অর্থ লাভ রবি করিয়ে থাকে।

কালপুরুষের রাশি চক্রে রবির একমাত্র ঘর হল সিংহ। সিংহ রাশি হল স্থির,অগ্নি,পুরুষাকার রাশি এবং কালপুরুষের উদর। এই সিংহ রাশি হল রবির মূল ত্রিকোণ রাশি।

রবি মেষ রাশিতে o থেকে 10 ডিগ্রি এবং অস্বিনী নক্ষত্রের তৃতীয় পদ পযন্ত উচ্চ থাকে।

রবি সাধারণত মেষ,সিংহ,ধনুতে ভাল ফল দিয়ে থাকে।রবি সাধারণত অগ্নি কারক গ্রহ তাই অগ্নি ঘরে ভাল ফল প্রদান করে।

আরো পড়ুন :- হস্ত রেখায় কি কি অশুভ সংকেত থাকলে মানসিক সমস্যা দেয় জানুন

রবির একমাত্র দৃষ্টি আছে সেটা হল 7ম। রবি যেখানে বসে সেখান থেকে 7ম দৃষ্টি দেয়।

রবির 3টি নক্ষত্র বর্তমান যথা কৃত্তিকা (রাক্ষস গণ),উত্তর ফাল্গুনী(নরগণ) ও উত্তরাষাড়া( নরগণ)।

রবি সাধারণত মঙ্গল,বুধ,বৃহস্পতি এর সাথে জুটি
হলে ভাল ফল প্রদান করে।
রবি বুধের বুধাদিত্য যোগ মানুষের বুদ্ধিমত্তা বাড়িয়ে দেয়।

রবি যদি শনি যুক্ত,রাহু ,কেতু,শুক্র যুক্ত হলে ভাল ফল দেয় না। রবি শুক্র যুক্ত হলে দারিদ্র যোগ করে,রাহু ও কেতু যুক্ত হলে গ্রহণ দোষ করে।

রবি রাহু এবং কেতু ছাড়া সব গ্রহ কে দগ্ধ করতে পারবে। রবির সাথে ওই গ্রহ নির্দিষ্ট ডিগ্রিতে এলে combust হয়ে যায়।

রবি কখনোই চন্দ্রের মত রেট্রোগেট ( বক্রি) হয় না অর্থাৎ সবসময় মার্গী থাকে।

রবি তুলা রাশিতে (কার্তিক মাস) নিচ থেকে 10 ডিগ্রি পযন্ত তারপর সাধারণ হয়ে যায়।

সৌরজগৎ

এবার আমরা সাধারণ নিয়মে রবির ফলাদেশ দেখে নিই:-

রবি লগ্নে :-

রবি লগ্নে থাকলে জাতকের দেহ বলিষ্ঠ করে,তবে জাতক অনেক সময় ক্রোধী,উৎসাহহীন,স্বভিমানি অলস,চক্ষুরোগী হয়। তবে লগ্নে রবি জাতককে বুদ্ধিমান,সমাজে গুণী ব‍্যাক্তি করে তোলে। রাজার মত জীবন যাপন করতে ভালবাসে,অনেকসময় অহংকারী হয়। মকর,তুলা ও কন্যা লগ্নে রবি থাকলে শারীরিক সমস্যা দিতে পারে। ইত্যাদি

আরো পড়ুন :- গ্রহ রাজ শনি আপনার জীবনে কি প্রভাব ফেলে বিস্তারিত জানুন

রবি দ্বিতীয় ভাবে :-

রবি দ্বিতীয় ভাবে অবস্থান করলে জাতকের ভাষা উগ্র হয়,জাতকের ধন, যানবাহন এবং সন্তান দের থেকে অশান্তি হয়,বন্ধু ও আত্মীয়দের সাথে সম্পর্ক ভাল হয় না। তবে রবি বলবান হলে উক্ত বিষয় নাও ঘটতে পারে। ইত্যাদি

তৃতীয় ভাবে রবি :-

রবি 3য় হাউসে থাকলে জাতক পরাক্রমী হয়, রাজা বা রাজ সরকারের কাছ থেকে সন্মান পায়, শত্রুদের থেকে জয় লাভ করে। তবে ছোট ভাই বা বোনের কাছ থেকে কষ্ট পায়। জাতকের যোগাযোগ ব্যবস্থা ভাল হয়,জাতক ছোটখাট ভ্রমণ পিপাসু হয়,তবে জাতকের সাথে অনেক সময় প্রতিবেশীর সম্পর্ক ভাল যায় না। ইত্যাদি

উপরিউক্ত আলোচনা গ্রহ ভাবের উপর। গ্রহ বিচার করতে অন্যান্য বিষয় দেখাও জরুরি।

রবি চতুর্থ ভাবে :-

রবি চতুর্থ ভাবে বলবান থাকলে জাতক ভাল শিক্ষা লাভ করে,জনসৌভাগ‍্য লাভ করে ও ভাল বন্ধুর সংস্পর্শে আসে,জাতক পৈতৃক সম্পত্তি লাভ করে,তবে জাতকের মন অনেকসময় ভাল থাকে না,পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ভাল যায় না। রবি খারাপ থাকলে জাতক অসুখী ও ধন হীন হয়,স্থায়ী বাসস্থান হয় না। রবি যদি 4থ হাউসে নিজের রাশি,উচ্চ রাশি বা মিত্র রাশিতে থাকে এবং পীড়িত না হয় তবে জাতকের উচ্চ পদে আসীন হওয়ার সম্ভবনা বেড়ে যায়।ইত্যাদি

রবি 5ম ভাবে:-

5ম ভাবে রবি থাকলে জাতক গুনবান,বুদ্ধিমান ও চরিত্রবান হয়,রবি যদি 5ম এ পীড়িত না হয় জাতকের পুত্র সন্তান প্রাপ্তি হয়। 5ম স্থানে রবি যদি নিজের রাশি,উচ্চ রাশি বা মিত্র রাশিতে অবস্থান করে জাতকের প্রেমজ সম্পর্ক ভাল হয়,না হলে করুন পরিস্থিতি হয়। 5ম এ বলবান রবি জাতকের পদোন্নতি ঘটায়। ইত্যাদি

6ম ভাবে রবি :-

6ম ভাবে রবি থাকলে জাতক শত্রুহণকারী,পরাক্রমী হয়,সুখী হয়,সুন্দর যানবাহন লাভ করতে পারে,তবে মামারবাড়ির বিপদ হয়,নারী সমাজে তার বিশেষ সন্মান থাকে না। তবে জাতক ভাল উচ্চপদে আসীন হতে পারে,রাজনীতিবিদ হতে পারে। 6ম এ রবি জাতকের চোখ, হার্ট,হজমের সমস্যা ইত্যাদি দেয়।
তবে রবি যদি পীড়িত হয় উপরিউক্ত ফল নাও পেতে পারে।

রবি গ্রহ বিচারের জন্য পুর চার্ট দেখা দরকার। এখানে কেবল ভাব বর্ণনা করা আছে। ভুল ত্রুটি মার্জনীয়।

 7ম ভাবে থাকলে রবি :-

বিবাহিত জীবন সুখের হয় না,ব্যাবসায় অনেক সময় ক্ষতি হয়,জাতক অনেক সময় শ্রীহীন ও ভীতু হয়। তবে 7ম এ বসে সূর্য লগ্নে দৃষ্টি দেয়ার দরুন জাতক উদ্যোমী হয়,রাজকীয় ব্যাপার থাকে,তবে অনেক সময় দেখা যায় জাতক ঈর্ষা পরায়ণ হয়,রাগী জেদি হয়।
সূর্য বলবান হলে উপরিউক্ত প্রভাব কম পাওয়া যায়।

 অষ্টমভাবে থাকলে রবি :-

জাতক অনেকসময় বিবেকহীন হয়,চোখের সমস্যা দেখা যায়,ক্রোধী হয়,অলস হতে পারে,পুত্র সুখ এ বাঁধা পেতে পারে,জাতকের সাথে পিতা বা নিকট আত্মীয় দের সম্পর্ক খারাপ হতে পারে,তবে অনেক সময় দেখা যায় জাতক ধূর্ত হয়। জাতকের পিতার সমস্যা দিতে পারে। জাতকের হার্ট বা গুপ্ত রোগ হতে পারে। জীবনে খুশি কম পায়।তবে অনেক সময় দেখা যায় জাতক রিসার্চ করতে পারদর্শি হয়।
রবি যদি স্বক্ষেত্রে, তুঙ্গ, মিত্র ঘরে বা চন্দ্র ও গুরু দৃষ্ট হয় তবে উক্ত ফল কম হয়।

সূর্য নবমভাবে :-

9ম ভাবে দুর্বল রবি থাকলে জাতক অধার্মিক হয়,পিতার সাথে বনিবনা হয় না বা পিতার সাপোর্ট পায় না,গুরু এর সাথে সম্পর্ক ভাল করায় না। তবে বলবান সূর্য 9ম এ থাকলে জাতক ভাগ্যবান হয়,পরাক্রমী হয়,তবে ভাই এর কাছ থেকে অশান্তি ভোগ করে,ভ্রমণ পিপাসু করে,উচ্চ শিক্ষিত করে। ইত্যাদি। 9ম স্থানে বসা রবির উপর গুরু এর দৃষ্টি থাকলে জাতক ধার্মিক,পিতৃভক্ত ও সত্তিক হয়।

সূর্য 10ম ভাবে :-

10 এ রবি থাকলে রবি দিকবলি হয় এর ফলে জাতক বুদ্ধিমান,জ্ঞানবান হয় এবং উচ্চপদে আসীন হতে পারে,সম্মানী ব্যাক্তি হয়,জাতকের সুন্দর দেহ ও মানসিক ক্ষমতা থাকে,জাতক নানা প্রকার কর্মের মধ্যদিয়ে অর্থ ইনকাম করতে চায়। 10ম এ রবির উপর চন্দ্র ও বৃহস্পতির প্রভাব থাকলে জাতক শাসনকর্তা,বিচারক ইত্যাদি হতে পারে। 10ম এ রবির উপর বুধ এর প্রভাব জাতক রাজনীতিবিদ,আইনজীবী,চিকিংসক,সাহিত্যিক হতে পারে।
তবে রবির বলবান এর উপর নির্ভর করে ফল দেয়ার ক্ষমতা।

11 ভাবে রবি :-

একাদশ ভাবে রবি থাকলে জাতক লাভবান হয়। জাতক ভাল বুদ্ধিমান,জ্ঞানবান হয়, জাতকের ধন আগমন ভাল হয়,জাতক উচ্চ পদে আসীন থাকতে পারে,ব্যাবসায় বিশেষ লাভ পায়,জাতক স্বর্ণ ব্যাবসায় উন্নতি করতে পারে,জাতকের সমাজে বিশেষ মান-সন্মান বজায় থাকে। তবে অনেক সময় দেখা যায় জাতক সন্তান সুখে বাঁধা পায়।

12 ভাবে রবি :-

জাতক বিদেশ যাত্রা বা মাল্টি ন্যাশনাল কোম্পানির সাথে যুক্ত থাকতে পারে,জাতকের চোখ এর সমস্যা দিতে পারে,শত্রু বিজয়ী হয় তবে শারীরিক সমস্যায় ভোগে,জাতক পিতার নিকট বিশেষ লাভবান হয় না,ধর্মে রুচি কম হতে পারে,মান সন্মান কম পায়। ইত্যাদি
তবে রবি বলবান থাকলে উক্ত প্রভাব কম পাওয়া যায়।

উপরিউক্ত ফলাদেশ ভাবের উপর বর্ণিত ,চার্টের অনেক বিষয় দেখে তবে সঠিক ফলাদেশ বলা উচিত। ভুল ত্রুটি মার্জনীয়।

আরো পড়ুন :- “মঙ্গলের মেষ রাশিতে গোচর” আপনার জীবনে কি প্রভাব ফেলবে জানুন

————————————————————————-

জ্যোতিষ গবেষক বিদ্যুৎ ব্যানার্জি

চেম্বার নিজ বাসভবন
মেমারি,পূর্ব বর্ধমান
ফোন – 9735587023 ( বুকিং সময় বিকাল 5 টা থেকে রাত্রি 8 টা)
( ফোন এর মাধ্যমেও প্রেডিকশন দেওয়া হয়)

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন