Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- গ্রহের রাজা সূর্য দেবতা। আর শীঘ্রই সূর্য দেবতা রাশি পরিবর্তন করতে চলেছেন। সূর্য দেবতা বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছেন। সূর্য দেবতাকে বলা হয় গ্রহের অধিপতি। সূর্য দেব সম্মান ও উচ্চ পদের সঙ্গে সম্পর্কিত। আর সূর্য দেবের অবস্থান পরিবর্তনের ফলে শুভ ও অশুভ উভয় প্রভাব পড়তে চলেছে কয়েকটি রাশির উপর।সূর্য দেবের স্থান পরিবর্তনের ফলে চার রাশির ওপর শুভ প্রভাব পড়তে চলেছে। তবে দেখে নিন এই তালিকায় আপনার রাশি আছে কিনা।
আরো পড়ুন :- জ্যোতিষ শাস্ত্র মতে, বাস্তু দোষ দূর করতে এই টোটকা গুলি পালন করুন
বৃশ্চিক রাশি :- এই সময় পারিবারিক শান্তি বজায় থাকবে। আপনার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণ হতে পারে। আত্মবিশ্বাস বাড়বে। এই সময় আপনার সন্তানদের কাছ থেকে সুখবর পেতে পারেন। এই সময় যারা একাডেমির ও বুদ্ধিবৃত্তির কাজ করেন তাদের খ্যাতি ও সম্মান বৃদ্ধি হবে। এই সময় মায়ের সহযোগিতা পাবেন। এই সময় পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় স্থানে তীর্থযাত্রায় যেতে পারেন।
মিথুন রাশি :- এই সময় সম্পত্তি থেকে আয় বাড়তে পারে এই রাশির। এই সময় এই রাশির মানুষদের শিল্প ও সংগীতের প্রতি বাড়বে আগ্রহ। এই সময় মায়ের কাছ থেকে অর্থ পেতে পারেন আপনি। তবে এই সময় পারিবারিক জীবন সুখের হবে। তবে কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা আছে। চাকরিতে পদোন্নতির সুযোগ রয়েছে। তবে সঙ্গে বাড়বে আয়। এই সময় বিবাহিতরা সন্তানদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন।
মীন রাশি :- এই সময় বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে। চাকরিকে পদোন্নতি সম্ভাবনা আছে। এই সময় মায়ের কাছ থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আয় বাড়বে। যারা এখনো চাকরি পাননি তাদের বন্ধুর সাহায্যে চাকরির সুযোগ পাওয়ার সম্বাভনা রয়েছে। এই সময় আপনার কারণে আপনার পরিবারে সম্মান বাড়বে। শুরু হবে ভালো সময়।
কর্কট রাশি :- এই সময় আত্মবিশ্বাস বাড়বে এই রাশির মানুষদের। তবে এই সময় অতিরিক্ত রাগ এড়িয়ে চলুন, এতে উপকার পাবেন আপনি। এই সময় বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা আছে। আপনার সন্তান সুখ বৃদ্ধি পাবে। উচ্চ শিক্ষা ও গবেষণার কাজে বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। পরিবারে মা ও বয়স্ক মহিলার কাছ থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার মনে সুখ-শান্তির অনুভূতি থাকতে পারে।
আরো পড়ুন :- স্বামী-স্ত্রীর মধ্যে মতের অমিল হচ্ছে ? এই সহজ নিয়ম পালনে দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে
আরো পড়ুন :- কোন দিকে মাথা রেখে ঘুমানো শুভ ? দেখুন সঠিক বাস্তু টিপস
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)