Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- সূর্য প্রতি মাসে তার রাশি পরিবর্তন করে। সূর্যের রাশি পরিবর্তনকে বলা হয় সংক্রান্তি। সূর্য বর্তমানে কর্কট রাশিতে রয়েছে, আগামী ১৬ অগস্ট সিংহ রাশিতে গমন করবে। সূর্য সিংহ রাশির অধিপতি হওয়ায় মানুষের জীবনে বড় ধরনের পরিবর্তন আনবে। সূর্য সাফল্য, স্বাস্থ্য এবং আত্মসম্মান দাতা। সূর্য সিংহ রাশিতে গমন করলে বাসি রাজযোগ গঠিত হবে। যার কারণে ৩টি রাশির জীবনে বড় সুবিধা পাবেন। এই রাশির ব্যক্তিরা তাদের কর্মজীবনে অগ্রগতি পাবেন। তাদের ইচ্ছা পূরণ হবে এবং অর্থ লাভও হবে। দেখুন সেই রাশি গুলি সম্পর্কে —-
আরো পড়ুন :- আগস্ট মাসে তৈরি হচ্ছে একাধিক রাজযোগ ! ভাগ্য বদলে যাবে ৪টি রাশির
১. সিংহ রাশি :- বাসি রাজযোগ সিংহ রাশির মানুষের আত্মবিশ্বাস বাড়াবে। ব্যক্তিত্বের উন্নতি হবে। এই সময় আপনার আয় বাড়বে। পারিবারিক জীবন ভালো যাবে। দাম্পত্য জীবনে মধুরতা থাকবে। যারা অংশীদারিত্বে কাজ করছেন তারা লাভবান হবেন।
২. বৃশ্চিক রাশি :- বাসি রাজ যোগ এই রাশির মানুষের অনেক উপকার দেবে। জীবনে শুভ দিন শুরু হবে। ব্যবসাতেও সাফল্য আসবে। অর্থনৈতিক অগ্রগতি হবে। পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হবেন। জীবনে সুখ বাড়বে।
৩. ধনু রাশি :- ধনু রাশির মানুষের জীবনে অনেক উপকার দেবে বাসি রাজ যোগ। এই সময় ভাগ্যের সাহায্যে সমস্ত কাজ সম্পন্ন হবে। আপনার ব্যবসা ভালো যাবে। বিদেশে পড়ার স্বপ্ন পূরণ হবে। কোথাও ঘুরতে যেতে পারেন এই সময়। কর্ম জীবনে ভালো ফল পাবেন।
আরো পড়ুন :- বছরের শেষ ছয় মাস ভাগ্য খুলবে বেশ কিছু রাশির ! দেখুন রাশি অনুযায়ী তথ্য
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)