সেকেন্ডে ধরে ফেলুন মিথ্যাবাদীকে , মিথ্যাবাদীকে ধরার সজল কৌশল জানুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সেকেন্ডে ধরে ফেলুন মিথ্যাবাদীকে | বিজ্ঞানীদের মতে সামনের ব্যাক্তি মিথ্যা বলেছে কিনা তা ধরা যাই খুব সহজে। দেহের অঙ্গভঙ্গি থেকে কথা বার্তা বা চোখেই দৃষ্টি দেখেই ধরে ফেলুন মিথ্যাবাদীকে। মনোবিদের মতে কিছু টিপস ফলো করলেই আপনিও এই কাজটি করতে পারবেন।

দেখুন উপায় গুলি একনজরে —-

১. তারা ঠোঁট কামরায় বা ঠোঁট চাটে। কোনো ক্ষেত্রে তারা মানসিক ভাবে চাপে পরে ঠোঁট জোরে কামড়াতে শুরু করে।

২. অনেক ক্ষেত্র মিথ্যা ঢাকা জন্য থুতনি উচু করে স্বাভাবিকের চেয়ে জোরে কথা বলে। মিথ্যা বলেও আপনার বিশ্বাস অর্জনের চেষ্টা করতে পারে।

৩.  এরা চোখ বড় বড় করে কথা বলে। এরা কথা বলার সময় চোখ স্বাভাবিক রাখতে পারে না। এই সময় খেয়াল করবেন এরা চোখ দ্রুত নাড়া চাড়া করতে থাকে।

৪. অনেক ক্ষেত্রে মিথ্যাবাদী মিথ্যা বলার সময় নড়া চড়া কমিয়ে দেয়। সটান দাঁড়িতে থেকে মিথ্যা কথা বলে।

৫. অনেক ক্ষেত্রে নিজেকে বাঁচাতে আপনার দিকে আক্রমণাত্মক ভাবে আঙ্গুল তুলতে পারেন। জোর করে আপনাকে ভুল প্রমানের চেষ্টা করে সে।

৬. মিথ্যা কথায় আত্মবিশ্বাসের সাথে বলার জন্য তারা জোর দিয়ে মাথা উঁচু করে কথা বলে।

৭. মিথ্যা বলতে দিয়ে অস্বস্থিতে পড়লে তারা ঘাড়ে বা মাথায় বারবার হাত দিতে পারে।

৮. মিথ্যা বলতে গিয়ে আপনাকে এড়ানোর জন্য দূরে দূরে থাকা বা অন্য দিকে চেয়ে থাকার চেষ্টা করা।

৯. ফোন কলে যারা মিথ্যা কথা বলে তারা নিচু শব্দে কথা বলে আর পুরো কথা শেষ করতে চায় না ।

১০. তারা মিথ্যা বলার সময় টেবিল , দেয়াল বা চেয়ার ধরে বলতে চেষ্টা করা। একটু নজর দিলেন বুঝবেন।

এই সকল উপায়ে সেকেন্ডে ধরে ফেলুন মিথ্যাবাদীকে।

Highlights

1. সেকেন্ডে ধরে ফেলুন মিথ্যাবাদীকে

#মিথ্যাবাদী #Lifestyle

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন