Bangla News Dunia, Pallab : বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে সেদেশে হিন্দুদের অবস্থা শোচনীয়। এবার ভারতের আর এক পড়শি দেশ পাকিস্তানে (Pakistan) আক্রান্ত হলেন পাক কেন্দ্রীয় সরকারের হিন্দু মন্ত্রী খেলদাস কোহিস্তানি (Kheal Das Kohistani)।
আরও পড়ুন : গরমে ভুল স্নান মানেই বিপদ! এই নিয়ম না জানলে হতে পারে বড় ক্ষতি
সংখ্যালঘু অধ্যুষিত সিন্ধু প্রদেশের খাট্টা জেলায় শনিবার খেলদাস কোহিস্তানির কনভয় নিশানা করে আলু ও টমেটো ছোড়া হয়েছে। মন্ত্রীর কোনও ক্ষতি হয়নি। শাহবাজ শরিফ সরকারেরই মন্ত্রী খেলদাস। ভিনদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আঘাত এলে পাকিস্তান বড় বড় কথা বলে। আন্তর্জাতিক মঞ্চে তুলোধোনা করে বক্তৃতা দেয়। পাকিস্তানে বহুদিন থেকেই হিন্দু ও খ্রিস্টানদের ওপর পরিকল্পিতভাবে অত্যাচার চলছে। তাঁদের জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে, এই অভিযোগও রয়েছে। পাক মুসলিম লিগ নওয়াজ গোষ্ঠীর এমপি খেলদাস আক্রান্ত হওয়ায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কড়া নিন্দা করে জানিয়েছেন, ঘটনার খুঁটিয়ে তদন্ত হবে। যা হয়েছে তা মানা যায় না। দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে।
একটি সূত্র জানিয়েছে, কোহিস্তানি আক্রান্ত হওয়ার মূলে রয়েছে শাহবাজ শরিফ সরকারের একটি সেচপ্রকল্প। গ্রিন পাকিস্তান ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় পাক পঞ্জাবে ছ’টি সেচ খাল তৈরির প্রকল্প হাতে নিয়েছে ইসলামাবাদ সরকার। সিন্ধু প্রদেশের অধিবাসীরা তা চাইছেন না। তাঁদের বক্তব্য, সেচপ্রকল্প হলে সিন্ধু উপত্যকায় নদীগুলিতে জল থাকবে না। মার খাবেন সিন্ধুপ্রদেশের চাষিরা। সিন্ধুর জামশোরো জেলার বাসিন্দা কোহিস্তানি প্রথম নির্বাচিত হিন্দু এমপি।
আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।