সেনেটে মিলল না ব্যয় বিলে অনুমোদন, অনির্দিষ্টকালের জন্য শাটডাউনের পথে আমেরিকার সরকার

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৫ সালের আর্থিক বছর শেষ হওয়ার বাকি একদিন। এদিকে মার্কিন সেনেটে মঙ্গলবার প্রশাসনের তহবিল সংক্রান্ত বিল অনুমোদন হয়নি। বাজেটকে ঘিরে আমেরিকায় (US) তৈরি হয়েছে অচলাবস্থার পরিস্থতি। এই অবস্থায় ফের সরকারি কাজে শাটডাউনের (Shutdown) মুখে পড়তে চলেছে আমেরিকা।

জানা গিয়েছে, নতুন বিলের জন্য একমত হতে পারেননি সেনেটের রিপাবলিকান এবং ডেমোক্র্যাট সদস্যরা। শেষ মুহূর্তে রিপাবলিকানরা একটি সাময়িক তহবিল পাশ করানোর চেষ্টা করলেও সেনেট তাতে অনুমোদন দেয়নি। ওই বিল স্বাক্ষরের জন্য প্রেসিডেন্টের টেবিলে পাঠাতে গেলে যে পরিমাণ ভোটের প্রয়োজন হয় তা মেলেনি। ডেমোক্র্যাটেরা সাময়িক তহবিলে অনুমোদন দেয়নি বলে হোয়াইট হাউস সূত্রে খবর। মার্কিন সেনেটে মোট সদস্য সংখ্যা ১০০। সরকারি তহবিল সংক্রান্ত বিল পাশ করাতে হলে তার পক্ষে অন্তত ৬০টি ভোট প্রয়োজন হয়। সেনেটে রিপাবলিকানদের সংখ্যা ৫৩।

সরকারি তহবিল নিয়ে সেনেট সদস্যদের মধ্যে হোয়াইট হাউসে একাধিক বৈঠক হয়। সোমবার বৈঠক থেকে বেরিয়ে ডেমোক্র্যাট সেনেট সদস্য চাক স্কুমার জানিয়েছিলেন, দু’পক্ষের মধ্যেই এখনও অনেক মতানৈক্য রয়েছে। এদিকে তহবিল সংক্রান্ত আলোচনায় অগ্রগতি না হওয়ায় ডেমোক্র্যাটদের দোষারোপ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি ইতিমধ্যে গণছাঁটাইয়ের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন।

আমেরিকার সরকারে ‘শাটডাউন’ শুরু হয়ে যাচ্ছে বুধবার (স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাত ১২টার পর) থেকে। এর ফলে সরকারের যে সমস্ত বিভাগের কাজ জরুরি পরিষেবার তালিকায় পড়ে না, সেই বিভাগগুলি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। হাজার হাজার সরকারি কর্মীর বেতন সাময়িকভাবে বন্ধ হবে। বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক, নিরাপত্তাজনিত প্রকল্পের কাজ বন্ধ রাখা হবে। সেখানকার সেনাবাহিনী, সীমান্তরক্ষী এবং এয়ার ট্র্যাফিক নিয়ন্ত্রণকারীদের কাজ করে যেতে হবে। ‘শাটডাউন’ শেষ না হওয়া পর্যন্ত বেতন পাবেন না তাঁরা। এছাড়াও বহু দপ্তর তাঁদের কর্মীদের সাময়িকভাবে বসিয়ে দিতে বাধ্য হবে। ছোটখাটো ব্যবসার জন্য ঋণ দেওয়া বন্ধ করে দেবে সংশ্লিষ্ট সংস্থাগুলি।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন