Bangla News Dunia, Pallab : Central Drug Research Institute এর তরফ থেকে সম্প্রতি নূন্যতম উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় জুনিয়র স্টেনোগ্রাফার পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে আবেদন জানাতে পারবে পশ্চিমবঙ্গ সহ দেশের সমস্ত রাজ্য থেকে উপযুক্ত চাকরিপ্রার্থীরা। তার জন্য আমরা এই প্রতিবেদনে উল্লেখিত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দিলাম।
পদের নাম (Post Name) :
চাকরিপ্রার্থীদের এখানে নিয়ম করা হবে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র স্টেনোগ্রাফার পদে।
আরও পড়ুন : ‘ধৈর্য ধরুন, দেশে ফিরেই বিচার করব’, বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে মুখ খুললেন হাসিনা
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :
প্রথম পদটিতে আবেদন করতে হলেও চাকরিপ্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাস এবং তার পাশাপাশি কম্পিউটারে টাইপিং জানতে হবে এবং দ্বিতীয় পদ্ধতি আবেদন করতে হলে উচ্চমাধ্যমিক রাষ্ট্র বটেই এর পাশাপাশি DoPT এর কাজ জানতে হবে।
বয়সসীমা (Age Criteria) :
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 28 বছরের মধ্যে। কিন্তু সংরক্ষিত শ্রেণী প্রার্থীরা নির্দিষ্ট নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে।
মাসিক বেতন (Monthly Salary) :
এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 19,900 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
মোট শূন্যপদ (Total Vacancy) :
এখানে মোট 11টি পদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি (Application Process) :
চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করে প্রথমে নিজেদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর লগইন করে অ্যাপ্লিকেশন ফর্মটি প্রয়োজনীয় চামাক্ত রকম তথ্যসহ করে পূরণ করতে হবে। তারপর সেখানে সমস্ত রকম ডকুমেন্টস কে স্ক্যান করে আপলোড করে দিতে। আপলোড হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে দিয়েছে সাবমিট করে দিলেই আপনারা আবেদনটি সম্পূর্ণ হবে।
আরো পড়ুন : ভারতে প্রথম, এবার রাস্তায় চলবে ট্রেন ! উদ্বোধন করলেন নীতিন গড়করি
প্রয়োজনীয় নথি (Required Documents) :
এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের প্রয়োজন হবে নিচে উল্লেখিত সমস্ত রকম ডকুমেন্টসের –
- জন্মের শংসাপত্র
- শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ও মার্কশিট
- কাস্ট সার্টিফিকেট
- নো অবজেকশন সার্টিফিকেট
- পাসপোর্ট সাইজের ছবি
- ইনকাম সার্টিফিকেট
- ফি রিসিভ কপি
- আধার কার্ড
- ভোটার কার্ড
- মোবাইল নাম্বার
- ইমেইল আইডি ইত্যাদি।
নিয়োগ পদ্ধতি (Selection Process) :
এখানে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য :
UR, OBC, EWS শ্রেণীর চাকরিপ্রার্থীর জন্য 500 টাকা আবেদন মূল্য হিসেবে ধার্য করা হয়েছে। ছাড়া আর অন্য কোনো শ্রেণীর প্রার্থীরা কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | 10.02.2025 |
আবেদনের শেষ তারিখ | 10.03.2025 |