Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায়ের দেবতা ও বিচারক বলা হয়। এটি এমন গ্রহ, যা মানুষকে তার কর্ম অনুসারে ফল দেয়। শনিদেব সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতিতে চলেন। শনিদেব মানুষকে যেমন কর্ম অনুসারে দুর্ভোগের মুখে ফেলতে পারেন, তেমনই সব সমস্যা থেকে বার করেও আনতে পারেন। যখনই তাঁর চলাফেরার পরিবর্তন করেন, তার প্রভাব শুধু মানুষের জীবনেই নয়, পৃথিবীতেও দেখা যায়। সেপ্টেম্বরে সোজা পথে হাঁটতে চলেছেন শনিদেব। এর প্রভাব সবার উপরেই দেখা যাবে, তবে তিনটি রাশি আছে, যাদের উন্নতি ও লাভের সম্ভাবনা রয়েছে। এখন জেনে নিন সেই তিনটি রাশি কি কি —
আরো পড়ুন :- আগস্ট মাসে তৈরি হচ্ছে একাধিক রাজযোগ ! ভাগ্য বদলে যাবে ৪টি রাশির
মিথুন: শনিদেবের সোজা গতি মিথুন রাশির জন্য বিস্ময়কর হিসাবে কাজ করবে। এর কারণ হল শনিদেব আপনার রাশিফলের ভাগ্যবান স্থানে পাড়ি দেবেন। তাই ভাগ্য আপনার সঙ্গে থাকবে। পুরনো বিনিয়োগ সুফল দেবে। কোথাও টাকা আটকে থাকলে তা উদ্ধার করা সম্ভব। শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুবিধা পেতে পারেন।
তুলা: এই রাশি শনিদেবের প্রত্যক্ষ গতিবিধির সুবিধা নেবে। তুলা রাশির জাতক জাতিকাদের পঞ্চম ঘরে শনিদেব পথভ্রষ্ট হবেন। তিনি চতুর্থ ঘরের অধিপতি। যাঁরা সন্তান চান, তাঁদের ইচ্ছা পূরণ হবে। যানবাহন বা সম্পত্তি কিনতে পারেন। চাকরিজীবীরা পদোন্নতি পেতে পারেন।
মকর: এই রাশির মানুষেরা উপকার পাবেন শনিদেবের কারণে। মকর রাশির জাতক জাতিকাদের উপর তিনি ইতিবাচক থাকবেন। এই সময় হঠাৎ করে কোনো আর্থিক সুবিধা পেতে পারেন। আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে। ব্যবসা ও কর্মে বিশেষ সুবিধা পাবেন।
আরো পড়ুন :- বছরের শেষ ছয় মাস ভাগ্য খুলবে বেশ কিছু রাশির ! দেখুন রাশি অনুযায়ী তথ্য
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)