সেরিব্রাল ম্যালেরিয়ার প্রকোপে মৃত একাধিক শিশু, জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  সেলিব্রাল বা ব্রেন ম্যালেরিয়ার আক্রান্ত ঝাড়খণ্ডের শিশুরা ৷ রাজ্যের সাহেবগঞ্জ জেলার নগর ভিটা গ্রামের মন্দার ব্লকে এই রোগে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে 5 শিশুর মৃত্যু হয়েছে ৷ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় এক ডজন ৷ পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য এলাকায় ক্যাম্প তৈরি করে স্থানীয়দের স্বাস্থ্য় পরীক্ষা শুরু করা হয়েছে স্বাস্থ্য় দফতরের তরফে ৷

বেশ কিছুদিন ধরেই এলাকায় থাবা বসিয়েছে ব্রেন ম্যালেরিয়া ৷ তবে, শিশুদের মৃত্যুর বিষয়টি সামনে আসে রবিবার ৷ এদিন এক জেএমএম নেতাকে বিষয়টি জানান গ্রামের প্রধান ৷ এরপর আক্রান্তদের স্বাস্থ্য পরীক্ষার জন্য় স্বাস্থ্যকর্মীদের একটি দলকে এলাকায় পাঠান ডেপুটি কমিশনার ৷

এরপর আক্রান্ত শিশু, পুরুষ ও মহিলাদের রক্তের নমুনা সংগ্রহ করেন স্বাস্থ্যকর্মীরা ৷ প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয় তাদের ৷ জানা গিয়েছে, পরীক্ষার জন্য সংগৃহীত রক্তের নমুনা পাঠানো হয় দুমকায় ৷ রিপোর্ট আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ৷ কিন্তু, আক্রান্তদের উপর নজর রাখার জন্য এলাকায় মেডিক্যাল ক্যাম্প তৈরি করা হয় ৷

আরও পড়ুন:- ১ এপ্রিল থেকে কার্যকর হচ্ছে UPS স্কিম, কারা পাচ্ছেন এই পেশনের সুবিধা? বিস্তারিত জানুন

এলাকার এক স্থানীয় চিকিৎসক জানান, 12 মার্চ থেকে 23 মার্চের মধ্যে 5 শিশুর মৃত্যু হয়েছে ৷ সকলের মৃত্যুর কারণ ব্রেন ম্যালেরিয়া ৷ তিনি আরও বলেন, “স্বাস্থ্যকর্মীদের একটি দল গ্রামে ক্যাম্প করে পরীক্ষা চালাচ্ছে । এরপর মেডিক্যাল অফিসাররা গ্রামে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করবেন । আশেপাশের গ্রামগুলিও পরিদর্শন করা হবে ।”

কীভাবে বুঝবেন ব্রেন ম্যালেরিয়া হয়েছে ?

এই রোগে আক্রান্তদের প্রথমে মাথাব্যথা, জ্বর, বমি, ডায়রিয়া এবং বারবার অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষণগুলি দেখা যাবে ৷ দ্রুত চিকিৎসা শুরু না-হলে এরপর রোগীর মৃত্যু ঘটে । স্থানীয় স্বাস্থ্য দলের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত 32 জন মহিলা, পুরুষ এবং শিশুর রক্ত ​​সংগ্রহ করে দুমকায় পাঠানো হয়েছে ।

অন্যদিকে, পরিস্থিতির উপর নজর রাখার জন্য স্বাস্থ্য শিবিরে উপস্থিত হন সিএইচও রবি কুমার জাটভ, নীতিন চতুর্বেদি, এমপিডব্লিউ ডোমান মণ্ডল, দীনেশ কুমার, বিপিএম আমান ভারতী, শান্তি লতা হেমব্রম-সহ বাকি স্বাস্থ্যকর্মীরা ৷

আরও পড়ুন:- এই ৭ কারণেই AC-তে আগুন লাগে, বিস্ফোরণ এড়াতে জরুরি বিষয় জেনে রাখুন

আরও পড়ুন:- গিজার পিরামিড ঘিরে নতুন রহস্য ঘনীভূত। কি জানতে পারলেন গবেষকেরা ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন