আজকের সোনার দাম কত?
আজকের তারিখ অনুযায়ী ১৯ এপ্রিল, ২০২৫ ভারতের প্রধান শহর গুলিতে ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার মূল্য হল – ২২ ক্যারেট সোনা ৫৮,২০০ প্রতি ১০ গ্রাম, ২৪ ক্যারেট সোনা হলমার্ক গ্রেড ৬৩,৪৫০ প্রতি ১০ গ্রাম। বিভিন্ন রাজ্য এবং শহরে স্থানভেদে এই দাম কিছুটা কম বেশি হতে পারে। আর এই দামের সঙ্গে GST ও গয়না বানানোর মজুরি যোগ হয়ে যাওয়ার ফলে এই দামে আরও বৃদ্ধি হতে পারে।
আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।
কেন এত বাড়ছে সোনার দাম?
আন্তর্জাতিক বাজারে ডলার ও তেলের দামের ওঠা নামা, মধ্য প্রাচ্যে রাজনৈতিক অস্থিরতা, বিশ্ব ব্যাপী মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি, ভারতীয় রিজার্ভ ব্যাংকের গোল্ড রিজার্ভ বাড়ানোর প্রবণতা, এই সমস্ত কারণ মিলিয়েই দেশীয় বাজারে দাম ক্রমাগত বাড়ছে এবং এখন উৎসবের মরশুমে নাজেহাল অবস্থা সকল মানুষদের বিশেষ করে যাদের বাড়িতে বিয়ে আছে।
মধ্যবিত্তের মাথায় হাত, কবে কমবে সোনার দাম?
- যারা বিয়ের জন্য সোনা জমানো শুরু করেছিলেন, তারা এখন চিন্তায়
- বিনিয়োগকারীরা এখন ভাবছেন, এই দামেই কিনবেন নাকি অপেক্ষা করবেন কমার জন্য
- বিশেষজ্ঞদের মতে, সাময়িকভাবে দাম কিছুটা কমলেও দীর্ঘমেয়াদে দাম আরও বাড়তে পারে।
আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন