Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সারা দেশ জুড়ে চলছে করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াই। কিন্তু করোনার করাল প্রভাব পড়ছে ভারতের ব্যবসা ক্ষেত্রে। আগেই শেয়ার মার্কেটে প্রভাব ফেলেছিলো করোনা। এদিকে সোনার দামে নিম্নগতিতে কপালে ভাঁজ বিনিয়োগকারীদের মধ্যে।
আজ গোল্ড ফিচার্স ০.০৬ শতাংশ কমেছে। ফলে দাম কমেছে ২৭ টাকা। সেক্ষেত্রে ১০ গ্রাম সোনার দাম ৪৫ হাজার ৭৮৫ টাকাতে গিয়ে দাঁড়িয়েছে। এই নিয়ে টানা দুই দিন কমল সোনার দাম।
আরো পড়ুন :- এখনই স্বাভাবিক ছন্দে ফিরছে না কলকাতা
তবে তৃতীয় ধাপের লকডাউনে গ্রীন জোনে সোনার দোকান খোলায় ছাড় দিতেই সোনার দামে পতন ঘটেছে। যা আগামীদিনে গয়নার বাজারকে চাঙ্গা করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আপাতত সোনার বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ শতাংশ।
আরো পড়ুন :– আগামী ৪৮ ঘন্টা ঝড়-বৃষ্টি হতে পারে সারা রাজ্যে
আজ কলকাতায় ২৪ ক্যারাট সোনার দাম ৪৬ হাজার ২২০ টাকা। দিল্লিতে এই দাম ৪৬ হাজার ২২০ টাকা। তবে চেন্নাইতে এই দাম ৪৭ হাজার ২০ টাকা। মুম্বাইতে ৪৫ হাজার ৪৩০ টাকা। হায়দ্রাবাদে এই দাম ৪৭ হাজার ২০ টাকা।
আরো পড়ুন :- করোনা প্রতিরোধে সাহায্য করবে টিবি -র প্রতিষেধক
কিন্তু সোনার দাম নিম্নমুখী হলেও রুপার দাম উর্দ্ধমুখী। এই দিন রুপোর দাম ০.৫০ শতাংশ বেড়েছে। ফলে কেজিতে বেড়েছে ২১৮ টাকা। রুপোর মোট দাম ৪৩ হাজার ৫১১ টাকায় দাঁড়িয়েছে। আগামী দিনে ব্যাবসায় গতি এলে এই দামে আরো ফারাক হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
Highlights
- সোনার দামে পতন
- সোনার দাম নিম্নমুখী হলেও রুপার দাম উর্দ্ধমুখী
# Business # Lockdown # Economy