Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সোনা না রুপো? কোনটায় বিনিয়োগ করলে বেশি টাকা মুনাফা পাওয়া যাবে এই একটা প্রশ্ন অনেকের মনেই ঘোরা ফেরা করে সব সময়। আমাদের সমাজে সোনা ও রুপোর (Gold vs Silver) গয়না ও বাসনপত্র অনেকটাই প্রচলিত। আর বিয়ে হোক না যে কোন ধরণের অনুষ্ঠান সেখানে সোনার তৈরি গয়নার প্রয়োজনীয়তা অনেকটাই বেশি রয়েছে। কিন্তু আজকে কীভাবে বা কত পরিমাণে বিনিয়োগ করে ভালো পরিমাণ টাকা পাবেন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।
সোনা না রুপো কোন ধাতুতে বিনিয়োগে বেশি মুনাফা?
বর্তমানে প্রত্যেকটি ব্যক্তি অর্থ উপার্জনের পাশাপাশি বিনিয়োগের দিকে বেশি আগ্রহ প্রকাশ করেন। এই বিনিয়োগ বিভিন্ন মাধ্যমেই করা যায়। তবে দেখতে হয় কিভাবে কোন প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদী মোটা অর্থ লাভ করা যায়। অনেকেই রয়েছেন, স্বর্ণ ধাতু বিনিয়োগ করে মুনাফা অর্জন করতে পছন্দ করেন, কারণ সোনার দামের ঊর্ধ্ব গতি দিন দিন বেড়েই চলেছে।
Gold vs Silver Which One is Best for Investment
গত এক বছরে সোনার দাম চল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যার ফলে অন্য ধাতু বিনিয়োগকারীদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুধুমাত্র স্বর্ণ ধাতু নয়, সোনার পাশাপাশি রুপোর দর ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বেশির ভাগ ব্যক্তি মনে করেন শুধুমাত্র সোনা বিনিয়োগে লাভ রয়েছে, কিন্তু রুপো বিনিয়োগ করেও আপনি অনেক মুনাফা লাভ করতে পারেন। কিন্তু তাও অনেকেই সোনা না রুপো এই তর্কে এখন মজে রয়েছেন।
আরও পড়ুন:- ব্যাংকক-মায়ানমারে ভূমিকম্প কত তীব্র? দেখুন রীতিমতো ভয় ধরানো VIDEO
সোনা নাকি রুপো কোনটি সেরা বিনিয়োগ
আজকের এই প্রতিবেদনে এটা জানাতে চলেছি, সোনা না রুপো কোনটিতে দীর্ঘ মেয়াদি অধিক মুনাফা লাভ করা যায়। আপনি যদি এই বিষয় নিয়ে দ্বন্দ্বে থাকেন তাহলে প্রতিবেদনটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন, তাহলে আপনি আপনার দ্বন্দ্ব দূর করতে পারবেন। আর নিজের ইচ্ছা অনুসারে কয়েকটা বিনিয়োগের মাধ্যম সম্পর্কে জেনে নিতে পারবেন।
আজকের সোনার দাম বাজারে
বর্তমানে সোনার আন্তর্জাতিক মূল্য রয়েছে প্রতি আউন্স ৩৩০ মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রতি ১০ গ্রামের দাম প্রায় ৯০ হাজারের গণ্ডি পার করেছে। অন্যদিকে রুপোর আন্তর্জাতিক মূল্য রয়েছে ৩৩ মার্কিন ডলার প্রতি আউন্স। ভারতীয় মুদ্রা অনুযায়ী প্রতি কেজি ১ লক্ষ টাকার বেশি। আর আজকের দাম অনুসারে ১০ গ্রাম সোনার মূল্য ৮২৩৫০ টাকা।
রুপোর দাম বৃদ্ধির কারণ কী?
বিশ্ব বাজারে পরপর ৫ বছর রুপোর চাহিদা রয়েছে আকাশ ছোয়া। রুপোর বাজার মূলত দুটি কারণে বৃদ্ধি দেখা যাচ্ছে। প্রথমত, শিল্প ক্ষেত্রে রুপোর ব্যাপক চাহিদা রয়েছে কারণ গ্রিন টেকনোলজি, সৌর শক্তি এবং ইলেকট্রনিক্স শিল্পে রুপোর ব্যবহার বাড়ছে। দ্বিতীয়ত, রুপোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, এর ফলে সরাসরি দাম বাড়ছে। তাই বলাই যায়, ভবিষ্যতে রুপোর দাম আরো বাড়তে পারে।
সোনার মূল্য কি ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে?
সোনার দাম দিনের পর দিন বেড়েই চলেছে। দাম বাড়ার কিছু কারণ রয়েছে। মুদ্রাস্ফীতির বাজারে বেশিরভাগ বিনিয়োগকারীরা শোনাতে বিনিয়োগ করা অনেকটাই নিরাপদ মনে করেন। কেন্দ্রীয় ব্যাংক গুলির বিগত বছর গুলোতে প্রচুর পরিমাণে সোনা কিনে রেখেছে, যার ফলে সোনার বাজারে প্রভাব ফেলছে। মার্কিন মুদ্রা নীতি এবং বাণীতে যুদ্ধের কারণে বিনিয়োগকারীরা সোনার প্রতি বেশি আগ্রহ প্রকাশ করেছেন।
সোনা নাকি রুপো আগামীর জন্য কোনটা সেরা?
যদি ৫ বছর স্বল্পমেয়াদী বিনিয়োগ করার কথা ভাবছেন, তবে ভালো মুনাফা পেতে আপনার সেরা বিনিয়োগ বিকল্প হতে পারে রূপো। বর্তমানে বিভিন্ন শিল্পে রুপোর ব্যবহার অনেকটাই বেড়ে গিয়েছে। এর জন্য শিল্পক্ষেত্র গুলিতে উপর চাহিদাও অনেকটাই রয়েছে। যদিও সোনার দাম বেশি হয়েছে তবুও রুপও হতে পারে আপনার জন্য সেরা বিনিয়োগ বিকল্প।
কিন্তু আপনি যদি দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে থাকেন বিনিয়োগের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে সোনায় বিনিয়োগ করায় বুদ্ধিমানের কাজ হবে। রুপো হোক কিংবা সোনা, বর্তমানে বিনিয়োগের ক্ষেত্রে দুটোই সমান ভাবে লাভজনক মুনাফা দেবে আপনাকে। এই জন্য আপনি যে কোনো একটিতে বিনিয়োগ করার কথা ভাবতেই পারেন। তবে যেখানেই বিনিয়োগ করুন না কেন, বাজার দর থেকে শুরু করে অন্যান্য সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে বিনিয়োগ করবেন।
আরও পড়ুন:- রাস্তায় ইদের নামাজ পড়লে বাতিল হবে পাসপোর্ট-ড্রাইভিং লাইসেন্স, বিস্তারিত জেনে নিন
আরও পড়ুন:- প্রতিমাসে 5000 টাকা দেওয়ার গ্যারেন্টি দিচ্ছে মোদি সরকার। জানুন কিভাবে আবেদন করবেন?