Bangla News Dunia, Pallab : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । শুক্রবার শিক্ষামন্ত্রী ক্যাম্পাসে পৌঁছতেই আন্দোলনরত ছাত্রছাত্রীদের তীব্র প্রতিবাদের সম্মুখীন হন । অভিযোগ, অতিবাম ছাত্র সংগঠনের পড়ুয়ারা শিক্ষামন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ দেখান, এমনকী তাঁর গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে । এই ঘটনার প্রতিবাদে সোমবার রাজ্যজুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই ৷
আরও পড়ুন : ট্রাম্পের সাথে বিরোধের পর এই দেশগুলিকে পাশে পেলেন জেলেনস্কি,
শিক্ষামন্ত্রীর উপর হামলার ঘটনার কড়া সমালোচনা করেছে শাসক দল । সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ, শনিবার সন্ধ্যা 6.30টায় সুকান্ত সেতু থেকে ধিক্কার মিছিলের ডাক দেওয়া হয় । ওই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস । ছিলেন যাদবপুরের বিধায়ক এবং সাংসদরাও । বিভিন্ন ওয়ার্ডের কর্মীদেরও এই মিছিলে যোগ দেন ।
আরও পড়ুন : বিতর্কসভা চলাকালীন মারধর ‘আইআইটি বাবা’কে ! প্রতিবাদে থানার সামনে বসলেন ধর্নায়
অন্যদিকে, আগামী সোমবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই । পোস্টারে লেখা হয়েছে, ‘‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী ছাত্রদের উপর দিয়ে শিক্ষামন্ত্রীর কনভয় চালিয়ে দেওয়ার বর্বরোচিত ঘটনার প্রতিবাদে ধর্মঘট ৷ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, কলেজ-বিশ্ববিদ্যালয়ের থ্রেট কালচার ও দুর্নীতি চক্র ও অগণতান্ত্রিক পরিবেশের বিরুদ্ধে সারা বাংলা কলেজ বিশ্ববিদ্যালয় ধর্মঘট ৷’’ সোমবার সকাল 10টা থেকে ছাত্র ধর্মঘটের ডাক দেন তারা । পাশাপাশি এআইডিএসও-র তরফেও ছাত্র ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে ।