Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রেলটেল কর্পোরেশন (RailTel Corporation) লিমিটেডের শেয়ার দর সোমবার বাজার খোলার পর বেড়েছিল প্রায় ১০ শতাংশ। সোমবার বাজার খোলার পর এই স্টকের দাম হয়েছিল ৩৩৯ টাকা। শুধু সোমবার নয়, গত কয়েক দিন ধরেই একটানা দাম বেড়েছে এই সংস্থার স্টকের। এ বছর ৩ মার্চ এই স্টকের দাম ৫২ সপ্তাহের মধ্যে সবথেকে কম হয়েছিল (২৬৫ টাকা)। ১৭ মার্চও এই স্টকের দাম ছিল ২৭৫ টাকা। সেখান থেকে অল্প সময়ের মধ্যে অনেকটা বেড়েছে এই স্টকের দাম। যার জেরে এই স্টক নিয়ে লগ্নিকারীদের মধ্যে আগ্রহ বাড়ছে। যদিও গত এক বছরে এই শেয়ারের দর ১০ শতাংশের বেশি কমেছে। কিন্তু গত কয়েক দিনে কেন তা বেড়েছে জানেন?
হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL) সম্প্রতি ২৫ কোটি ১৫ লক্ষ টাকার কাজের বরাত দিয়েছে রেলের সঙ্গে সম্পর্কিত এই সংস্থাকে। মাল্টিপ্রোটোকল লেবেল সুইচিং এবং ইন্টারনেট লিসড লাইনস লিঙ্কস সংক্রান্ত কাজ পেয়েছে রেলটেল। রেগুলেটরি ফাইলিংয়ের মাধ্যমে কাজের বরাতের বিষয়টি সামনে আসতেই রেলটেলের শেয়ার দর সোমবার বেড়েছে।
আরও পড়ুন:- শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ভারতীয় রেলে কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন
গত কয়েক সপ্তাহ ধরে রেলটেলের হাতে এসেছে একাধিক কাজের বরাত। তার জন্যই এই নবরত্ন সংস্থার স্টকের দামে লাফিয়ে বেড়েছে। গত সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রকের থেকে ১৬.৮৯ কোটি টাকার কাজের বরাত মিলেছে। অপটিক্যাল ফাইবার কেবল বসানোর জন্য এই বরাত দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। এর পাশাপাশি নদার্ন রেলওয়ের থেকে ২৮.২৯ কোটি টাকা এবং ইস্ট-সেন্ট্রাল রেলওয়ের থেকে ৪৭.৫০ কোটি টাকার কাজের অর্ডার পেয়েছে রেলটেল। মার্চ মাসে ওডিশার পরিবহণ দপ্তরের থেকে ৩০.২৬ কোটি টাকার অর্ডার এসেছে। বিএসএফ-এর কাছ থেকে এ মাসে ১৯ কোটি টাকার কাজের বরাত পেয়েছে রেলটেল। এত প্রোজেক্ট যে সংস্থার হাতে আছে, আগামী দিনে সেই সংস্থার লাভের অঙ্ক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাই লগ্নিকারীরা এই স্টকে লগ্নি করছেন। এই চাহিদা বৃদ্ধির জেরেই রেলটেলের স্টকের দাম অনেকটা বেড়েছে।
(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)
আরও পড়ুন:- যক্ষ্মা বহু বছর ধরে একটি গুরুতর সমস্যা, এই রোগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে নিন
আরও পড়ুন:- জোয়ার-ভাটায় কি সত্যিই বাতের ব্যথা বাড়ে? জানুন বিজ্ঞান কি বলছে